এইডস (AIDS) রোগটি HIV (Human Immunodeficiency Virus) এর মাধ্যমে  সংক্রমিত হয়। যা মানুষের  শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে। ১৮ই মে পালন করা হয় বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস, যা "HIV Vaccine Awareness Day" নামেও পরিচিত।  এইডস প্রতিরোধে ভ্যাকসিন, গবেষণার প্রয়োজনীয়তা ও গুরুত্ব সকলের সামনে তুলে ধরা এই দিবসটির মূল উদ্দেশ্য । ১৯৯৭ সালের ১৮ মে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন একটি বক্তৃতায় ভ্যাকসিন আবিষ্কারের আহ্বান করেছিলেন  এইডসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। তখন থেকেই এই দিনটি মানা হয়।

গত কয়েক দশকে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি হয়।   ফলে এইডস এখন আর  মৃত্যু নয়, তবে এখনো কার্যকর প্রতিরোধক ভ্যাকসিন আবিষ্কার হয়নি। এ কারণেই এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মানুষকে এই রোগ নিয়ে সচেতন  করা হয়  ।

নানা সংস্থা, গবেষক, চিকিৎসক ও স্বেচ্ছাসেবী সংগঠন এই দিবসে জনসচেতনতামূলক কর্মসূচি নেয়। সেমিনার, আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করে। পাশাপাশি এইডস আক্রান্তদের পাশে দাঁড়ানো এবং তাঁদের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের আহ্বান জানানো হয়।