পেট্রাপোল, ১৯ মার্চ: পেট্রাপোলে (Petrapole) ভারত-বাংলাদেশ সীমান্ত (Indo-Bangladesh Border) লাগোয়া জমি থেকে উদ্ধার হল ড্রোন (Drone)। কাঁটাতারের ৩০০ মিটার ব্যাসার্ধ্বের মধ্যেই কালিয়ানী গ্রামের একটি চাষের জমিতে এই ড্রোন পড়ে থাকতে দেখেন এক কৃষক। এরপর আশপাশের গ্রামেও খবর ছড়িয়ে পড়ে। ফলে সকলেই আতঙ্কিত হয়ে পড়ে।পেট্রাপোল থানার পুলিশ গিয়ে ড্রোনটি উদ্ধার করে। জানা গিয়েছে, ড্রোনটি চিনে তৈরি। পুলিশের তরফে বলা হয়েছে, ড্রোনটি ৫০০ গ্রাম ওজনের ভার বহনে সক্ষম।
পেট্রাপোলে ভারত-বাংলাদেশ সীমান্তে কীভাবে এই ড্রোন এল তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। মাদক চোরাচালানে এই ড্রোন করা হচ্ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। বেশ কয়েকমাস ধরেই পঞ্জাব ও কাশ্মীর সীমান্তে মাদক ও অস্ত্র চোরাচালানে ড্রোনের ব্যবহার বেড়েছে। দুই জায়গাতেই অনেক ড্রোন ধ্বংস করেছে বিএসএফ। উদ্ধার হয়েছে মাদক ও অস্ত্র। তাই ভারত-বাংলাদেশ সীমান্তে ড্রোন উদ্ধারের ঘটনায় নানা প্রশ্ন উঠছে। আরও পড়ুন: Babul Supriyo: 'বিভাজনের রাজনীতিতে উত্যক্ত হয়েই বিজেপি ছেড়েছি', সমালোচকদের একহাত তৃণমূলের বাবুল সুপ্রিয়র
সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রয়োজনে বিএসএফ-র সঙ্গেও কথা বলা হতে পারে।