পানিহাটি: শুক্রবার সকালে পশ্চিমবঙ্গে এসেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Union Health Minister Dr Mansukh Mandaviya)। সকালে কলকাতায় অবস্থিত জাতীয় স্বাস্থ্য মিশনের অন্তর্গত কেন্দ্রগুলিতে গিয়েছিলেন। আর সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার পানিহাটিতে জাতীয় ফার্মাসিউটিক্যাল শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ক্যাম্পাসের (National Institute of Pharmaceutical Education and Research (NIPER) Campus) ভূমি পুজোয় (laid the foundation stone) অংশ নিতে দেখা দিল তাঁকে।
দেখুন ভিডিয়ো:
#WATCH | Panihati, West Bengal: Union Health Minister Dr Mansukh Mandaviya laid the foundation stone of the new National Institute of Pharmaceutical Education and Research (NIPER) Campus pic.twitter.com/4POSkxY4BB
— ANI (@ANI) August 25, 2023
পরে সাংবাদিকদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, "এখানে ১০০ কোটি টাকা ব্যয় করে একটি এক্সেলেন্স সেন্টার (excellence centre) গড়ে তোলা হবে। নতুন জাতীয় ফার্মাসিউটিক্যাল শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের বিল্ডিং তৈরি করা হবে ৭৮ কোটি টাকা খরচ করে।" আরও পড়ুন: BJYM's Rally In Golpark: স্বপ্নদীপের মৃত্যুর প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ মিছিল বিজেপি যুব মোর্চার, গোলপার্কের ভিডিয়ো
দেখুন ভিডিয়ো:
#WATCH | Panihati, West Bengal: Union Health Minister Dr Mansukh Mandaviya says, "...An excellence centre worth Rs 100 crores will be made. New NIPER building will be made at Rs 78 crores..." https://t.co/0XzZiZw9id pic.twitter.com/nMSkTwXFbo
— ANI (@ANI) August 25, 2023