কলকাতা, ১১ সেপ্টেম্বর: সম্প্রতি হুগলির এক জনসভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন “করোনা চলে গেছে।” এই চাঞ্চল্যকর দাবির পাশাপাশি দিলীপবাবুর অভিযোগ, বিজেপি যাতে কোনওরকম সভা সমাবেশ করতে না পারে সেজন্য রাজ্যজুড়ে লকডাউন করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, “করোনা ভাইরাসের ভয়ে নয় বিজেপির ভয়ে ভিড় দেখে অসুস্থ বোধ করছেন দিদির ভাইয়েরা। করোনা চলে গেছে। বিনা কারণে দিদি শুধু লকডাউন জারি করছেন যাতে বিজেপি কোনওভাবেই মিটিং মিছিল করতে না পারে।” দিলীপ ঘোষের এহেন মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে করোনাভাইরাসের সংক্রমণ বিপজ্জনকভাবে বেড়েই চলেছে। আরও পড়ুন-9/11 Attacks: মার্কিন মুলুকে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে ভেঙে পড়ছে বিমান, স্মৃতিতে টাটকা ৯/১১-র নাশকতা(দেখুন ভিডিও)
#Corona চলে গেছে!
দিদিমণি শুধু শুধু ঢং করছেন, lockdown করছেন যাতে BJP মিটিং মিছিল না করতে পারে!
Corona is Gone! Didi is uselessly imposing lockdown so that BJP cannot hold meetings and rallies: Dilip Ghosh pic.twitter.com/E20mcfph29
— Indrajit Kundu | ইন্দ্রজিৎ - কলকাতা (@iindrojit) September 10, 2020
দিদিমণি ইচ্ছে করে লকডাউন করছেন, বললেন দিলীপ ঘোষ
Corona has gone. Didimoni (Mamata Banerjee) is acting and imposing lockdown so that BJP can't organise meetings and rallies in the state. No one can stop us: Dilip Ghosh, BJP President, West Bengal at a public rally in Dhaniakhali (9/9/2020) pic.twitter.com/VVSJ0mSBCg
— ANI (@ANI) September 11, 2020
বৃহস্পতিবার কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। রিপোর্ট বলছে, কলকাতা পুলিশের এই কর্তা সম্প্রতি পুলিশ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। গত ৮ সেপ্টেম্বরের সেই অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। এদিকে ১৪ সেপ্টেম্বর থেকে কলকাতায় পুনরায় মেট্রো পরিষেবা চালু হচ্ছে। যেসব মেট্রোযাত্রীরা স্মার্ট কার্ড ব্যবহার করতেন, তাঁরা অনায়াসেই যাতায়াত করতে পারবেন। কোনও মেট্রো স্টেশনেই টিকিট চালু হচ্ছে না। তবে ১৩ সেপ্টেম্বর NEET 2020-র পরীক্ষা দিতে আসা পড়ুয়া ও অভিভাবকদের জন্য লকাতায় মেট্রো পরিষেবা চালু থাকবে।