কলকাতা, ২২ অগাস্ট: সিবিআই নয় ইডি-তে আস্থা রাখলেন দিলীপ ঘোষ (Dilip Gosh)। আর এনিয়ে সাফ মন্তব্য করতে পিছু হটলেন না বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। রবিবার তিনি এই প্রসঙ্গে বলেন, “তৃণমূলের সঙ্গে সিবিআইয়ের সেটিং হয়ে গেছে। সিবিআই এর কোনও কোনও আধিকারিক বিক্রি হয়ে যান, কেউ লাখে কেউ কোটিতে। সেটা বুঝেই ইডিকে পাঠিয়েছে অর্থ মন্ত্রক। এর ফলে যারা সেটিং করেছে তারা এখন বলছে ইডি কেন?। কারণ এই কুকুরটা পোষ মানবে না , কামড়াবে।” আরও পড়ুন-Manish Sisodia: বিজেপিতে যোগ দিলে তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ মুছে যাবে, বিস্ফোরক দাবি করলেন মণীশ সিসোদিয়া
দিলীপ ঘোষের এহেন মন্তব্যে শুধু শাসকদল তৃণমূলই নয়, বেজায় চটেছেন বঙ্গ বিজেপির বেশ কয়েকজন নেতা। তিনি যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেছেন সেটি কেন্দ্রীয় সংস্থা। যার নিয়ন্ত্রণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি( Narendra Modi)।
দিলীপ ঘোষ বিষয়টি বুঝতে পেরে সাফ জানিয়েছেন, এমন সূক্ষ্ম হিসেবের ধার ধারেন না তিনি। তাঁর বক্তব্যে স্পষ্ট, তিনি প্রধানমন্ত্রী পরিচালিত সিবিআই - এর উুপরে ভরসা করেন না বরং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণে ইডির উুপরে তাঁর অনেক বেশি আস্থা।
এদিকে সোমবার সকালে প্রাতঃভ্রমন করতে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। যেহেতু তাঁর রবিবারের সিবিআই-ইডি নিয়ে মন্তব্যটি সমালোচনার মুখে পড়ে তাই তিনি তার উত্তরে বলেন, "আমি আমার দুঃখের কথা বলেছি। নির্বাচনের পর আমার ৬০জন কর্মীকে খুন করা হয়েছিল। সেই ঘটনার তদন্ত করতে সিবিআই কে দায়িত্ব দিয়েছিল কোর্ট। কতজন শাস্তি পেয়েছে? আমরা সিবিআই কে বিশ্বাস করেছিলাম। ওরা ন্যায় দিতে পারেনি।
দিলীপবাবুর মন্তব্যের পরিপ্রেক্ষিতে ঊষ্মা প্রকাশ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, “উনি কী বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের দিকেই আঙুল তুলছেন না? সিবিআইকে নিয়ে এমন মন্তব্যে তো তিনি দেশের অন্যতম প্রধান তদন্তকারী সংস্থার ওপরেই আঙুল তুলছেন।”
এর উত্তরে সোমবার দিলীপ বলেন" সিবিআই - এর কাছে আমরা ন্যায় আশা করি। কিন্তু আমি আগে ন্যায় পাইনি। কিন্তু অনেকেই বলছেন আমি কুকুর কেনো বলেছি । কুকুর হচ্ছে সবচেয়ে বিশ্বাসী। কিন্তু আমার ডাক্তার বাবু ভয় পেয়েছেন। যদি সিবিআই তাঁর বাড়ি চলে যান । সিবিআই একটা এজেন্সি । তবে সবচেয়ে বিশ্বস্ত এজেন্সি হল ইডি। "