তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Photo: Facebook)

কলকাতা, ২৬ ডিসেম্বর: বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) গ্রেপ্তার করার দাবি জানাল তৃণমূল কংগ্রেস (TMC)। শনিবার সকালে মমতার সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান দিলীপ ঘোষ। এদিন সকালে বামনঘাটার চা চক্রে হাজির ছিলেন তিনি। সেখানেই দফায় দফায় তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, “যেদিন সত্যি সত্যি মারতে শুরু করব, ব্যান্ডেজ বাঁধার জায়গা পাবে না। তৃণমূলের হারার সম্ভবনা যত বাড়ছে তত হিংস্র হচ্ছে। আরও খুন খারাপি বাড়বে। পুলিশকে পুরো নপুংসক বানিয়ে রাখা হয়েছে।” জবাবে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) বলেন, "দিলীপ ঘোষ হিংসাবাদী, তিনি গুন্ডা, শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন। প্ররোচনা দিয়ে বাংলাকে অশান্ত করছেন। খুনের হুমকি দিচ্ছেন। তাঁকে গ্রেপ্তার করা উচিত। উনি একজন দুষ্কৃতী। ওনার লেখাপড়ার সার্টিফিকেটটাও ভুয়ো। বাংলার সংস্কৃতি জানেন না।"

এদিকে আজ সকালে হেস্টিংসে বিজেপি অফিসে ঢোকার মুখে দলত্যাগী সাংসদ সুনীল মণ্ডলকে ঘিরে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান। কালো পতাকাও দেখান তাঁরা। তৃণমূল কর্মীরা রাস্তায় শুয়ে পড়ে সাংসদের গাড়ি আটকানোয় পুলিশের সামনেই তাদের সঙ্গে বিজেপি কর্মীদের ধাক্কাধাক্কি শুরু হয়। সাংসদের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায় তৃণমূল কর্মীদের। এই বিষয়ে কাকলি ঘোষ দস্তিদার বলেন, বিজেপি দুষ্কৃতীদের দল, বিজেপি নেতারা দুষ্কৃতীদের নিয়ে ঘোরে। কনভয়ে ৩টি গাড়ির কথা বলে ৩০০ গাড়ি ঢুকিয়ে দেয়। দুষ্কৃতীদের ঢুকিয়ে দেয়।" আরও পড়ুন: Dilip Ghosh: ‘যেদিন সত্যি সত্যি মারতে শুরু করব, ব্যান্ডেজ বাঁধার জায়গা পাবে না’, সাতসকালেই তৃণমূলকে হুমকি দিলীপ ঘোষের

গতকাল কৃষি আইন ও কিষাণ সম্মান নিধি নিয়ে রাজ্যকে তুলোধোনা করেছেন নরেন্দ্র মোদি। রাজনৈতিক কারণেই কৃষি আইন ও কিষাণ সম্মান নিধি-র (PM Kisan Samman Nidhi scheme) বিরোধিতা তৃণমূল নেত্রী করছেন বলেও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। পাল্টা তৃণমূল সাংসদ বলেন, মোদি মিথ্যাচার করছেন। পশ্চিমবঙ্গকে অশান্ত করতে চাইছেন। আমরা এর তীব্র নিন্দা করছি।"