বিসর্জনে সলিল সমাধি। (Photo Credits: ANI)

ঢোলপুর (রাজস্থান), ৯ অক্টোবর: দুর্গাপুজোর বিসর্জনে মর্মান্তিক দুর্ঘটনা। মঙ্গলবার রাজস্থানের ঢোলপুরে পার্বতী নদীতে প্রতিমা বিসর্জনে গিয়ে জলে ডুবে ১০জনের মৃত্যু হল। আজ ভোরে নদী থেকে সাতটি দেহ উদ্ধার হয়। পরে আরও তিনটি দেহ উদ্ধার করা হয়। কীভাবে ঘটল মর্মান্তিক এই দুর্ঘটনা? প্রত্যক্ষদর্শীরা জানান, বিসর্জনের ঠিক আগে এক যুবক নদীর জলে ঝাঁপ মারে। কিন্তু জলের স্রোতে সে ভেসে যেতে থাকে। এরপর সেই যুবটিকে বাঁচাতে গিয়ে আরও অনেকে নদীর জলে ঝাঁপ দেন। কিন্তু তীব্র বৃষ্টির কারণে বিপদসীমার ওপর দিয়ে চলা নদীর বড় স্রোতে জলের তোড়ে ভেসে যান সবাই।

আজ  সংবাদসংস্থা ANI-সূত্রে খবর, এই দুর্ঘটনায় পাঁচজনের মৃতদেহ উদ্ধার হয়। সময় যত বা়ড়তে থাকে সলিল সমাধি হওয়া দেহ উদ্ধারের সংখ্যা বাড়তে থাকে। ঠিক কতজন জলে ভেসে গিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। এসপি মৃদুল সিং এই মর্মান্তিক দুর্ঘটনার খবর জানিয়ে বলেন, এখনও উদ্ধারকাজ চলছে। আরও পড়ুন-নরেন্দ্র মোদী ভারতের বিবিধতা বোঝেন না, বোঝেন শুধু হিন্দুত্ব: অমর্ত্য সেন

UPDATE: A total of 10 people had drowned during Durga idol immersion in Parbati river in Dholpur. https://t.co/dPqPqtNHEh

স্থানীয় ডাইভার্স ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা স্থানীয় প্রশাসনের সাহায্য নিয়ে জলে ভেসে যাওয়া দেহ উদ্ধার করছে। ঢোলপুরের ডিস্ট্রিক্ট কালেক্টর রাকেশ জয়সওয়াল জানান এখনও পর্যন্ত দশটি দেহ উদ্ধারের কতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, '' রাতে উদ্ধার কাজ করা সম্ভব হয়নি। বুধবার ভোর থেকে উদ্ধারের কাজ শুরু হয়।''