ফাইল ছবি

নতুন দিল্লি, ৮ অক্টোবর: আবারও বিস্ফোরক নোবেল জয়ী (Nobel Awardy)। ভারতের বিবিধতা সম্পর্কে কোনও ধারণা নেই প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)! এই ভাষাতেই প্রধানমন্ত্রীকে তীরের ফলায় বিদ্ধ করে আক্রমণ শানালেন অমর্ত্য সেন (Amartya Sen)। 'দ্য নিউ ইয়র্কার' (The New Yorker) নামে এক ম্যাগাজিনকে (Magazine) দেওয়া সাক্ষাৎকারে এমন কড়া ভাষাতেই দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ।

অমর্ত্য সেন বলেছেন, 'ভারতের ভাষা ও কৃষ্টিগত বহুত্ব সম্পর্কে কোনও ধারণা নেই মোদীর।' বিশ্ববন্দীত অর্থনীতির অধ্যাপকের দাবি, 'মোদী একজন স্বপ্রতিভ ও সফল রাজনীতিবিদ। কিন্তু আশৈশব তিনি আরএসএস-এর প্রোপাগান্ডায় বিশ্বাসী।' গত রবিবার (Sunday) 'দ্য নিউ ইয়র্কার'-এ প্রকাশিত হয় অমর্ত্য সেনের সাক্ষাৎকার (Interview)। সেখানে আরএসএস-এর (RSS) সাম্প্রতিক সাফল্যে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বলেছেন, 'এর আগেও ভারতে হিন্দুত্ববাদীদের তৎপরতা দেখা গিয়েছে। তবে তা ছিল বিচ্ছিন্ন। গত নির্বাচনের পর থেকে পরিস্থিতি বদলে গিয়েছে।' আরও পড়ুন- Kolkata: ফেসবুকে অশ্লীল মেসেজ, স্ক্রিনশট পোস্ট করে বিচার চাইলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি

তিনি দাবি করেছেন , 'আরএসএস বলছে, দীর্ঘদিন দেশ মুসলিম শাসকদের হাতে বন্দী ছিল। কিন্তু এখন আমাদের সময় এসেছে।' সাক্ষাৎকারে সুপ্রিম কোর্টকেও কাঠগড়ায় তুলেছেন অমর্ত্য সেন। তিনি বলেছেন, 'আইনি প্রক্রিয়া এত মন্থর গতিতে চলে। তার উপর এত বিভাজন যে বহুত্বের অভিভাবক হিসাবে উপযুক্ত ভূমিকা পালনে ব্যর্থ সুপ্রিম কোর্ট।'

(২৪ ঘণ্টা চ্যানেলে প্রকাশিত খবর অনুযায়ী)