জি২০ আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন (G20 Summit) নিয়ে রাজধানীতে প্রস্তুতি একেবারে শেষলগ্নে। ৯ এবং ১০ সেপ্টেম্বর রাষ্ট্রনায়কদের সঙ্গে শীর্ষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এরই মাঝে বিক্ষোভ কর্মসূচীর ডাক দিল তৃণমূল। দিল্লি পুলিশকে (Delhi Police) বিক্ষোভ কর্মসূচী নিয়ে চিঠি পাঠিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien Letter To Delhi Police)।
মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান আইনের অধীনে (MGNREGA Scheme) পশ্চিমবঙ্গের শ্রমিকরা মজুরি থেকে বঞ্চিত হচ্ছে। সেই প্রতিবাদেই আগামী ২ এবং ৩ অক্টোবর রাজধানীর তিনটি স্থানে বিক্ষোভ কর্মসূচীতে যেতে চায় তৃণমূল (TMC)। যন্তর মন্তর, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের বাসভবন, এবং কৃষি ভবন। সেই মর্মে বিক্ষোভ কর্মসূচীর আগে নিয়মমাফিক দিল্লি পুলিশের কাছে অনুমতি চেয়ে আজ বৃহস্পতিবার চিঠি লিখেছেন ডেরেক (Derek O'Brien)।
দিল্লি পুলিশকে ডেরেকের চিঠি...
TMC MP Derek O'Brien wrote a letter to Delhi Police seeking permission to hold a protest at 3 places in Delhi, involving workers from West Bengal who have been denied wages under the MGNREGA scheme on October 2 and October 3, at Lodhi Street, outside the residence of Union… pic.twitter.com/GL7ACXP1QC
— ANI (@ANI) September 7, 2023