শিলিগুড়ি, ৮ ডিসেম্বর: উত্তরকন্যা অভিযানে এক বিজেপি কর্মীর মৃত্যুতে আজ উত্তরবঙ্গ বনধ (Uttar Banga Strike) ডাকে রাজ্য বিজেপি (BJP)। ওই কর্মী সমর্থকের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে দেহের ময়নাতদন্তের রিপোর্ট আসে আজ। রিপোর্ট পেয়ে পুলিশ জানায়,‘শটগানের গুলির আঘাতে জখম হয়ে বিজেপি কর্মীর মৃত্যু। পুলিশ এধরনের শটগান ব্যবহার করে না। এটা স্পষ্ট উত্তরকন্যা অভিযানে ছিল সশস্ত্র বহিরাগতরা। খুব কাছ থেকে বিজেপি কর্মীকে গুলি করা হয়েছে'।
আরও বলা হয়েছে, ‘বিক্ষোভে সশস্ত্র কাউকে এনে গুলির প্ররোচনা অভূতপূর্ব। অস্ত্র ব্যবহার করে হিংসা ছড়ানোর উদ্দেশ্য ছিল। সিআইডি-কে তদন্ত করতে বলা হয়েছে। এই ঘৃণ্য খুনের পিছনে যারা, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা।’ পুলিশের এই মন্তব্যে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু দাবি করেছেন, পুলিশই গুলি চালিয়েছে। সত্য ধামাচাপা দিতে সিআইডি তদন্ত করার কথা বলা হচ্ছে। আমরা আদালতে যাব। আরও পড়ুন, পুলিশের লাঠির ঘায়ে বিজেপি কর্মী সমর্থকের মৃত্যুর অভিযোগে ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধ ডাকল বিজেপি
বিজেপির মিছিল আটকাতে গতকাল শিলিগুড়ির তিন বাতি মোড়ের কাছে তিনটি ব্যরিকেড তৈরি করেছিল পুলিশ। প্রথমে দুটি ব্যরিকেড ভেঙে দেন আন্দোলনকারীরা। এরপর তৃতীয় ব্যারিকেডের কাছে পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জলকামান চালানো হয়। উল্টোদিক থেকে পুলিশে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। আগুন জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের ব্যারিকেডে। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশও। সঙ্গে ব্যাপক লাঠিচার্জ করা হয়। এরই মধ্যে এক বিজেপি কর্মী আহত হন।