কালীপুজোর আবহে হাড়হিম করা ঘটনা ঘটল মালদায়। জানা যাচ্ছে, গাজোল ব্লকের দেওতলা গ্রামে ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে এক ঝোপের মধ্যে থেকে উদ্ধার হল এক ব্যক্তির মুণ্ডহীন দেহ। কিছুটা দূর থেকে উদ্ধার হয় ওই দেহের কাটা মাথা। সাতসকালে এমন বিভৎস ঘটনা দেখে আঁতকে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। কে বা কারা এই দেহ ফেলে গিয়েছে, তা এখনও জানা যায়নি। দেহ উদ্ধারের পর থেকেই নরবলির গুজব রটছে সকলের মধ্যে। যদিও ঘটনার তদন্তে নেমে পুলিশ ব্যক্তিগত শত্রুতার জেরে খুন হয়েছে বলে অনুমান করছে।
জানা যাচ্ছে এদিন সকালে জাতীয় সড়কের পাশে দেহ দেখতে পান স্থানীয়রা। তাঁরাই আশেপাশে খুঁজে কাটা মুণ্ড উদ্ধার করে। দেহ দেখে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশসূত্রে জানা যাচ্ছে মৃতদেহের পায়ে, হাতে ও গোড়ালিতে ছিল ক্ষতচিহ্ন। গ্রামবাসীদের দাবি, গত বৃহস্পতিবার রাতে ছিল কালীপুজো। ফলে কোথাও গোপনে নরবলি হচ্ছে। আর এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। গ্রামবাসীদের সন্দেহ ওই ব্যক্তিকে অপহরণ করে বলি দেওয়য়া হয়েছে।
অন্যদিকে পুলিশ অবশ্য গ্রামবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদিও এখন মৃতদেহের নাম ও পরিচয় জানা যায়নি। মৃতদেহের জামাকাপড় থেকে কোনও মানিব্যাগ বা পরিচয়পত্র উদ্ধার করা যায়নি।