কলকাতা, ২৩ মার্চ: বাবাকে জ্যান্ত জ্বালিয়ে দিল মেয়ে (Kolkata Shocker)। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার গঙ্গার পারে চাঁদপাল ঘাটে (Kolkata)। পুলিশ জানিয়েছে, ঘাট সংলগ্ন এলাকায় পোড়া মাংসপিণ্ড পড়ে থাকতে দেখে স্থানীয়রাই থানায় খবর দেন। পরে এলাকার সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, ওই মাংসপিণ্ড বিশ্বজিৎ আঢ্যর। তিনি তোপশিয়ার ক্রিস্টোফার রোডের বাসিন্দা। তবে কীকরে তাঁর এমন পরিণতি হল, তা জানতে সিসিটিভি ফুটেজের পুরোটা দেখতেই স্তম্ভিত পুলিশ। এরপর মৃত বিশ্বজিৎবাবুর মেয়ে বছর বাইশের পিয়ালি আঢ্যকে জেরা করতেই জানা যায়, বাবাকে নিয়ে বাইরে খাওয়াদাওয়ার পর এই চাঁদপাল ঘাটে এসে বসেন দুজনে। মেয়ের কিনে আনা মদ খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। তারপরই এই ভয়ঙ্কর ঘটনা ঘটায় পিয়ালি। আরও পড়ুন-WB Assembly Elections 2021: শেষবেলার প্রচার, দোলের দিনে নন্দীগ্রামে মমতা
ওই তরুণী ভেবেছিলেন, রাত বাড়লে ঘুমন্ত বাবার গায়ে আগুন দেবে কেউ জানতে পারবে না। তবে এলাকার সিসিটিভি-র কথা তাঁর মনেই ছিল না। পার্কের বেঞ্চে বাবা ঘুমিয়ে পড়তেই তাঁর গায়ে কেরোসিন ঢেলে জ্যান্ত জ্বালিয়ে দেয় পিয়ালি। তারপর ঘটনাস্থল ত্যাগ করে সে। পুলিশ জেরায় এই নারকীয় হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। তবে নিজের বাবাকে সে কেন এমনভাবে মারল, তা-ও জানিয়েছে। মদ্যপ বাবা বাড়ি ফিরে পিয়ালির উপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। মায়ের মৃত্যুর পর থেকে এই ঘটনা নিত্যদিন ঘটত। বিবাহ বিচ্ছেদের পরে বাবা-মায়ের সঙ্গেই থাকত পিয়ালি। অন্য কোথাও যাওয়ার সুযোগ তার ছিল না। দিনের পর দিন এই অত্যাচার ওই তরুণীর কাছে অসহনীয় হয়ে উঠেছিল। এসব থেকে মুক্তি পেতেই বাবাকে হত্যার পরিকল্পনা করে সে। পুলিশ ওই তরুণীর বক্তব্য খতিয়ে দেখছে। গোটা ঘটনায় হতবাক এলাকার বাসিন্দারা।