Dakhineswar Temple: পয়লা জাুনয়ারি কল্পতরু দিবসে বন্ধ থাকবে দক্ষিণেশ্বর মন্দির

কলকাতা, ২৯ ডিসেম্বর: ইংরেজি বছরের প্রথম দিন মানে পয়লা জানুয়ারি (1st January) কল্পতরু দিবস উপলক্ষে দক্ষিণেশ্বর, বেলুড় মঠে (Belur Math) প্রচুর মানুষ ভিড় করেন৷ এ বছর অবশ্য ১ জানুয়ারি বেলুড় মঠ বন্ধ রাখার কথা জানানো হয়েছে৷ কিন্তু শুধু বেলুড় মঠই নয় একই সিদ্ধান্ত অর্থাৎ পয়লা জানুয়ারিও দক্ষিণেশ্বর মন্দির (Dakshineswar Temple) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিপুল জনসমাগম থেকে করোনা সংক্রমণের আশঙ্কা ঠেকাতেই পয়লা জানুয়ারি মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে এতদিন মন্দির খোলা থাকলেও তা বিভিন্ন বিধিনিষেধ মেনেই পুজো দিতে হচ্ছিল দক্ষিণেশ্বর মন্দিরে৷ কিন্তু ১ জানুয়ারি বিশাল ভক্ত সমাগমের কথা মাথায় রেখে মন্দির খুলে রাখার ঝুঁকি নিতে রাজি নন মন্দির কর্তৃপক্ষ৷ আরও পড়ুন: নতুন মেমু চলবে শিয়ালদহ ডিভিশনে! দেখে নিন কী কী নতুনত্ব থাকছে 

অন্যদিকে, ওমিক্রন আতঙ্ক বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে এখনও পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৭৮১ জন। এর মধ্যে ২৩৮ জনই দিল্লিতে।  মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১৬৭ জন। এই দুই রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি।

আবার ২০ দিন পর দেশের দৈনিক কোভিড সংক্রমণ ফের ৯ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯৫ জন। মঙ্গলবার দেশে আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৩৫৮। বুধবার দেশের দৈনিক আক্রান্ত মঙ্গলবারের তুলনায় ৪৪ শতাংশ বেশি। এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি। এর জেরে মহারাষ্ট্র এবং দিল্লিতে বেড়েছে সংক্রমিতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত ৩ কোটি ৪৮ লক্ষ ৮ হাজার ৮৮৬।