Cyclone Dana Forming In Bay Of Bengal (Photo Credit: X)

কলকাতাঃ ইতিমধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে(Cyclone Dana) পরিণত হয়েছে ডানা। ক্রমে স্থলভাগের দিকে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়(Cyclone)। যত স্থলভাগের দিকে এগোচ্ছে ডানা ততই বাড়ছে দুর্যোগ। বৃহস্পতিবার ভোর থেকেই কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় শুরু হয়েছে বৃষ্টিপাত(Heavy Rain)। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। বেলা যত এগোবে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ক্রমশ উত্তর-পশ্চিমে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় দানা। আজ মধ্য রাত এবং আগামীকাল ভোরে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে অতিক্রম করতে পারে ডানা। এই ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। দমকা হাওয়ার বেগ ১২০ কিমি ছুঁয়ে ফেলতে পারে,এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই বানলার বিভিন্ন জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। যার মধ্যে অন্যতম উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর।শুধু তাই নয়, এই জেলাগুলির একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ডানা, উপকূল থেকে কতটা দূরে অবস্থান?