কলকাতা, ৫ জুলাই: করোনা (COVID-19) নিয়ে আরও খানিকটা কাটল উদ্বেগের মেঘ। হাজারের নীচে নামল রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের খবর অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৮৫। কমেছে মৃত্যু সংখ্যাও। রাজ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের। তবে করোনার তৃতীয় ধাক্কার আশঙ্কার কারণে আগামী ১৫ জুলাই পর্যন্ত চলবে বিধিনিষেধ।
উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০৯ জন। কলকাতায় আক্রান্ত ৬৪ জন। বাংলায় এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৬ হাজার ২৭৯ জন। সুস্থতার সংখ্যা ১৪ লক্ষ ৭০ হাজার ৫১২ জন। ধীরে ধীরে সুস্থ হচ্ছে রাজ্য।
আরও পড়ুন, ৪ লাখ ছাড়িয়ে করোনার মৃত্যুমিছিল, দেশে ফের নিম্নমুখী দৈনিক সংক্রমণ
দেশেও কমছে আক্রান্তের সংখ্যা। রবিবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন, ৩৯ হাজার ৭৯৬ জন৷ গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪২ হাজার ৩৫২ জন৷ ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৭২৩ জন৷ সবমিলিয়ে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লাখ ৮৫ হাজার ২২৯৷ এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৭ লাখ ৪৩০ জন৷ দেশে মহামারীর বলি ৪ লাখ ২ হাজার ৭২৮ জন৷