ফাইল ছবি

কলকাতা, ২২ জুলাই: রাজ্যের করোনা পরিস্থিতি (COVID-19) খানিকটা সুস্থ হতেই ফের দুশ্চিন্তা বাড়ল মৃতের সংখ্যা নিয়ে। রাজ্যে ফের ঊর্ধ্বমুখী দৈনিক মৃত্যুসংখ্যা। একদিনে মারণ ভাইরাসের (Death Cases) বলি ১৩। গতকাল মৃতের সংখ্যা ছিল ৬। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯৩ জন। সুস্থ হয়েছেন ৯৮.০১ শতাংশ।

সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্তের সংখ্যা ৯২। এরপরই রয়েছে দার্জিলিং। অন্যদিকে, মৃতের নিরিখে শীর্ষে কলকাতা। এখানে সংক্রমিত হয়েছেন ৮১ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,২১,২৬১। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা ১৪,৯১,০১৬। আরও পড়ুন, চড়ছে সংক্রমণের পারদ, নতুন করোনা রোগী ৪১ হাজার ৩৮৩ জন

রাজ্যে ৩০ জুলাই পর্যন্ত কার্যত বিধিনিষেধ থাকলেও শিথিল হয়েছে অনেকটাই। আগের থেকে মেট্রো বেশি চালানো হচ্ছে। সাধারণের জন্য খোলা হয়েছে মেট্রো। খুলেছে অফিস কাছারি। চলছে বাস-অটো। অগস্টের পরই তৃতীয় ঢেউয়ের সম্ভাবনার জেরে লাগাম লাগানো হয়েছে স্বাভাবিক ছন্দে।

এদিকে, গোটা দেশেও ধরা পড়ছে উদ্বিগ্নতার চিত্র। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪১ হাজার ৩৮৩ জন৷ হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ৩৮ হাজার ৬৫২ জন৷ গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৫০৭ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১২ লাখ ৫৭ হাজার ৭২০৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করেছেন ৩ কোটি ৪ লাখ ২৯ হাজার ৩৩৯ জন৷