কলকাতা, ২৮ জুন: দেশজুড়েই করোনার দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ নিম্নমুখী। কমছে রাজ্যের করোনা সংক্রমণের (Coronavirus Cases in West Bengal) সংখ্যাও। রাজ্য স্বাস্থ্য দফতরের খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ১,৭৬১ জন। মারণ ভাইরাসের বলি ৩২ জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৪,৯৬,৭১০। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,০৩৩ জন। সংক্রমণের নিরিখে এখনও শীর্ষে উত্তর ২৪ পরগনা। এরপরই রয়েছে কলকাতা। উত্তর ২৪ পরগনায় এদিন আক্রান্ত ১৮৬ জন। কলকাতায় ১৬৩ জন।
সংক্রমণের সংখ্যা কমলেও এখনই রাজ্যে বিধিনিষেধ উঠছে না। আগামী ১৫ জুলাই পর্যন্ত রাজ্যে বাড়ল কার্যত বিধিনিষেধ (West Bengal Lockdown Extended)। সোমবার, সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banrjee)। এখনই চলবে না লোকাল ট্রেন। তবে সরকারি, বেসরকারি বাস চলবে। ৫০%যাত্রী নিয়ে চলতে পারবে বাস। অটো, টোটাতে ছাড় দেওয়া হল। বিউটি পার্লার, সেলুন খোলা যাবে। সকাল ৬ টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকবে বাজার। অন্যান্য দোকান সকাল ১১ টা থেকে ৮ টা পর্যন্ত খোলা থাকবে। ১ জুলাই থেকে জারি হবে এই নিয়ম। আরও পড়ুন, ফের ৫০ হাজারের নিচে দৈনিক সংক্রমণ, ২৪ ঘণ্টায় করোনার বলি ৯৭৯ জন
এদিকে দেশে রবিবার সারাদিনে নতুন করে মারণ রোগের কবলে পড়লেন ৪৬ হাজার ১৪৮ জন৷ ২৪ ঘণ্টায় দেশে কোভিডের বলি ৯৭৯ জন৷ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২ লাখ ৭৯ হাজার ৩৩১৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করেছেন ২ কোটি ৯৩ লাখ ৯ হাজার ৬০৭ জন৷ সবমিলিয়ে, খানিকটা স্বস্তিতে দেশ।