করোনাভাইরাস(Photo Credits: IANS)

কলকাতা, ২৮ মে: করোনা পরিস্থিতিতে (COVID-19) অনেকটাই কার্যকরী হয়েছে লকডাউন (Lockdown)। দিন কয়েক আগেও রাজ্যের করোনা গ্রাফ ২০ হাজার পেরিয়ে গিয়েছিল। তার থেকে একধাক্কায় অনেকটাই নেমে এল সংক্রমণের সংখ্যা। রাজ্যের স্বাস্থ্য দফতরের শেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ১২,১৯৩। করোনায় প্রাণ হারিয়েছেন ১৪৫ জন। মৃতের সংখ্যা গতকালের থেকে খানিকটা কম। অনেকটা বেড়েছে সুস্থতার হারও। সুস্থতার হার বেড়ে ৯০.৭০ শতাংশ হয়েছে।

সংক্রমণের নিরিখে উদ্বেগে রেখেছে উত্তর ২৪ পরগনাই। গত ২৪ ঘণ্টায় ২,৫২৫ জনের শরীরে থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস। এরপরই আছে কলকাতা। সেখানে একদিনে আক্রান্ত ১,৮৫৭ জন। দক্ষিণ ২৪ পরগনায় সংক্রমণের সংখ্যা ৯৫৭। রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ৪৩ হাজার ৪৪২ জন। রাজ্যে মৃতের সংখ্যা ১৫ হাজার ১২০। আরও পড়ুন, অবশেষে ২ লাখের নিচে দৈনিক করোনা সংক্রমণ, কমল মৃত্যুর হার

দেশেও করোনা সংক্রমণের সংখ্যা নিম্নমুখী। গতকাল সারাদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৩৬৪ জন৷ এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৪৫৯ জন৷ একদিনে করোনায় মৃত ৩ হাজার ৬৬০ জন৷ সবমিলিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ৪৫৭ জন৷