প্রতীকী ছবি (Photo Credits: File Image)

কলকাতা, ৯ এপ্রিল: ফের রাজ্যে ঊর্ধ্বমুখী করোনার (COVID-19) গ্রাফ। রাজ্যের স্বাস্থ্য দফতরের শেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩৬৪৮। মৃত্যু হয়েছে ৮ জনের। বৃহস্পতিবার করোনায় আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ২৮০০। একদিনের মধ্যে এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ১১৪৬। সুস্থতার হার ৯৫.২২%। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৮ হাজার ৬০৩ জন।

গত ১১ দিনে রাজ্যে ছ’গুণ বেড়েছে করোনার সংক্রমণ। তবে ভোট বাংলায় আপাতত লকডাউনের কোনও খবর নেই। কলকাতায় আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। এরপরই যেসব উত্তর ২৪ পরগনায় সংক্রমিত হয়েছেন ৬৫৭ জন। রাজ্য়ে এখনও পর্যন্ত অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১৮, ৬০৩। আরও পড়ুন, ১ লাখ ৩১ হাজার ৯৬৮ জন নতুন আক্রান্ত, করোনার ত্রাসে ভারত

দেশেও করোনা পরিস্থিতি দিনের পর দিন ভয়াবহ হচ্ছে। শুক্রবার দৈনিক সংক্রমণ বেড়ে হল ১ লাখ ৩১ হাজার ৯৬৮ জন।অর্থাৎ গতকাল সারাদিনে এতগুলো মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার করোনার বলি ৭৮০ জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬১ হাজার ৮৯৯ জন।