Coronavirus Cases in West Bengal: রাজ্যে নিম্নমুখী সংক্ৰমণ ও মৃতের সংখ্যা, কলকাতায় মোট আক্রান্ত ৩ লক্ষ পার

কলকাতা, ৬ জুন: তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা তো রয়েইছে। তবে দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা খানিকটা সামলে নিয়েছে ভারত। দেশে নামছে করোনা গ্রাফ। সেইসঙ্গে রাজ্যগুলিতেও নিম্নমুখী করোনা আক্রান্তের (COVID-19) সংখ্যা। পশ্চিমবঙ্গেও অনেকটা কমল আক্রান্তের সংখ্যা। শনিবার স্বাস্থ্য দফতরের শেষ খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৮২ জন। কমেছে মৃতের সংখ্যাও। মারণ ভাইরাসের বলি ১১৮ জন।

সংক্রমণের নিরিখে উত্তর ২৪ পরগনা (N 24 Pargana) এখনও বিপদসীমায় রয়েছে। সেখানে আক্রান্ত ১ হাজার ৬৬৪ জন। কলকাতায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৭৮৬। কলকাতায় এদিন করোনা আক্রান্তের মোট সংখ্যা ৩ লক্ষের গণ্ডি পার করল। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ১৯ হাজার ১৩০ জন। দৈনিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ১০.৮৯%। আরও পড়ুন, দেশে দৈনিক করোনা সংক্ৰমণ কমে ১.২০ লক্ষ, চিন্তায় রাখল মৃত্যুসংখ্যা

এরই মধ্যে করোনা সংখ্যা খানিকটা কম হওয়ায় হোটেল, রেস্তোরাঁগুলি খোলার জন্য ছাড় দেওয়া হয়েছে। দিনে ৩ ঘণ্টা চলছে রেস্তোরাঁ। দূরত্ব বিধি মেনে আসছেন ক্রেতারাও। গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৯৩ হাজার ৬৪২ জনকে টিকা দেওয়া হয়েছে এ রাজ্যে। একদিনে করোনা পরীক্ষার হয়েছে ৭২ হাজার ৬৭২টি।

এদিকে দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা একদিনে ১ লক্ষ ২০ হাজার ৫২৯ জন। একই সময়ে মৃতের সংখ্যা ৩,৩৮০ জন। সুতরাং, অনেকটাই কমছে সংক্রমণের সংখ্যা। বাড়ছে টিকাকরণও।