ছবি ট্যুইটার

কলকাতা, ১১ জুন: রাজ্যে একধাক্কায় করোনা সংক্রমণের (COVID-19) ফের পতন। করোনার কাঁটা একেবারে বিদায় না নিলেও, ভয়াবহতা আগের তুলনায় অনেকটাই কমেছে। এমনকি গতকালের তুলনায় আজ আরও কমল আক্রান্তের সংখ্যা। রাজ্য স্বাস্থ্যদফতরের খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ৪,৮৮৩ জন। সুস্থ হয়েছেন ৪,৩২১ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৯ জনের। মৃতের সংখ্যা গতকালের থেকে খানিকটা বেড়েছে।

দৈনিক সংক্রমণের নিরিখে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ৭৯২ জন সংক্রমিত হয়েছেন। কলকাতায় একদিনে সংক্রমিত হয়েছেন ৪২২ জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনাজয়ীর সংখ্যা ১৪,২১,০৭৬৪। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৮০ শতাংশ। বৃহস্পতিবার রাজ্যে করোনায় আক্রান্ত ছিলেন ৫, ২৭৪ জন। একই সময়ে মারণ ভাইরাসের কবলে প্রাণ হারিয়েছিলেন ৮৭ জন। আরও পড়ুন, দেশে দৈনিক সংক্রামিত ৯১ হাজার ৭০২ জন, কমল মৃত্যুর পরিসংখ্যান

এদিকে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৭০২ জন৷ হাসপাতাল থেকে করোনাকে হারিয়ে বাড়িতে ফিরেছেন ১ লাখ ৩৪ হাজার ৫৮০ জন৷ ২৪ ঘণ্টায় করোনার বলি ৩ হাজার ৪০৩ জন৷ সবমিলিয়ে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৮২৩ জন৷ এতদিনে করোনাকে জয় করেছেন ২ কোটি ৭৭ লাখ ৯০ হাজার ৭৩ জন৷ মৃত্যু মিছিলে শামিল ৩ লাখ ৬৩ হাজার ৭৯ জন৷