প্রতীকী ছবি (Photo Credits: File Image)

কলকাতা, ২৭ এপ্রিল: বাংলায় আবারও অনেকটা বাড়ল করোনা সংক্ৰমণ (COVID-19)। ১৬ হাজার ছাড়িয়ে গেল আক্রান্তের সংখ্যা। সঙ্গে বাড়ছে আতঙ্কও। অক্সিজেনের (Oxygen) হাহাকার জেলায় জেলায়। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৪০৩। মৃত্যু ৭৩ জনের। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৭৬ হাজার ৩৪৫ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৮২।

কলকাতায় (Kolkata) গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭০৮, মৃত ২৪। একদিনে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫১ জন, মৃতের সংখ্যা ১৩। রাজ্যে একদিনে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বাড়ল ৫ হাজার ৬৬৬। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১ লক্ষ ৬১৫। সোমবার করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১৫,৯৯২, মৃত্যু হয়েছিল ৬৮ জনের।

আরও পড়ুন, কমল সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী ৩ লাখ ২৩ হাজার ১৪৪ জন

দেশে আক্রান্তের সংখ্যা ভয়াবহ চেহারা নিয়েছে। সোমবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৩ লাখ ২৩ হাজার ১৪৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ২ হাজার ৭৭১ জন। সবমিলিয়ে দেশ মোট করোনা আক্রান্ত ১ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৩০৭ জন। যখন মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৯৭ হাজার ৮৯৪ জন। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেস ২৮ লাখ ৮২ হাজার ২০৪।