টানা বৃষ্টির কারণে এখনও জলমগ্ন ঘাটালের (Ghatal) একাধিক পুরসভা এবং গ্রাম পঞ্চায়েত। বিগত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে জলের তলায় চলে গিয়েছে বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এখনও ঘাটালের ১৩টি পুর এলাকা এবং ৫টি পঞ্চায়েত জলমগ্ন রয়েছে। সেখানকার বাসিন্দাদের উদ্ধার করে ক্যাম্পে রাথা হচ্ছে। সেই সঙ্গে এখনও জারি রয়েছে উদ্ধারকাজ। বন্যা কবলিত এলাকায় বন্ধ রয়েছে স্কুল, ফলে আপাতত বন্ধ পঠন পাঠন, এমনকী পিছিয়েও গিয়েছে কয়েকটি স্কুলের পরীক্ষা। যাতায়াতের জন্য একমাত্র ভরসা ডিঙি ও নৌকা।
ঘাটালে বৈঠক করেন মানস ভুঁইয়া
এদিন বন্যা পরিস্থিতি নিয়ে ঘাটালে সেচমন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়ার নেতৃত্বে বৈঠক হয়। সাড়ে চারঘন্টা ধরে চলা এই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে মানস বলেন, “উদ্ধার, বিতরণ, পুনর্বাসন এবং ত্রাণবিলিতে যেন কোনও ফাঁকফোকর না থাকে, সেটাই এখন আমাদের প্রধান লক্ষ্য। ঘাটাল মহকুমার বিভিন্ন দুর্গত এলাকায় মানুষকে সাহায্য করা হচ্ছে”।
ঘাটালে যাবেন মুখ্যমন্ত্রী
এদিকে আগামী সপ্তাহে আরামবাগের পাশাপাশি ঘাটালের বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনের যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ অগাস্ট, মঙ্গলবার ঘাটালের বিভিন্ন এলাকা ঘুরে দেখার পাশাপাশি ঘাটাল মাস্টারপ্ল্যান কাজ কতদুর এগিয়েছে সেটিও খতিয়ে দেখবেন তিনি, এমনটাই নবান্নসূত্রে খবর।