শিলিগুড়ি, ২৮ মার্চ: রাজ্যে করোনা মোকাবিলায় এবং সমস্তরকম পরিষেবা স্বাভাবিক রাখতে ঝাঁপিয়ে পড়েছে রাজ্য সরকার। নিজেদের সামর্থ মতো যে যেভাবে পারছেন সাহায্যের হাত বাড়াচ্ছেন। এগিয়ে এলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। কমপক্ষে দু'মাসের জন্য পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে যুক্ত কর্মীদের টিফিন ভাতা হিসাবে প্রতি মাসে ১০০ টাকা করে পাবেন। প্রতি মাসে ১০ কেজি চাল দেওয়ার কথা ছিল, যা বাড়িয়ে মাসে ১৫ কেজি করা হয়েছে।
লকডাউনের কারণে পরিস্থিতি খতিয়ে দেখতে গতকালও রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানর্জি (CM Mamata Banerjee)। শুক্রবার কালীঘাট (Kalighat) ও আলিপুরে (Alipore) ফুটপাথবাসী এবং রিক্সাচালকদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন তিনি। সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা এবং স্থানীয় কাউন্সিলররা। নিজে খাদ্য সামগ্রী হাতে তুলে দেওয়ার পাশাপাশি দাঁড়িয়ে থেকে চাল-ডাল-পেঁয়াজ বিলির তদারকি করেছেন মুখ্যমন্ত্রী। আরও পড়ুন, আলিপুরে রিক্সাচালকদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
The conservancy workers will get Rs 100 per month more as tiffin allowance for at least two months. They get 10 kg rice per month as social pension which has been increased to 15 kg per month: Siliguri Mayor Asoke Bhattacharya. #CoronavirusLockdown https://t.co/iE9NhY7FQl pic.twitter.com/UMOlP0b7y7
— ANI (@ANI) March 28, 2020
অন্যদিকে করোনাভাইরাসের মোকাবিলায় (Coronavirus outbreak) পশ্চিমবঙ্গ সরকাররে পদক্ষেপের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi )। শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে (West Bengal Chief Minister Mamata Banerjee) ফোন করেন মোদি। করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, তার প্রশংসা করেছেন তিনি। তবে তিনি একা নন, মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) এবং বিদেশমন্ত্রী এস জয়শংকরও (External Affairs Minister S Jaishankar)। তাঁরা গোটা পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন। রাজ্যকে সমস্তরকম সহযোগিতার আশ্বাস দেন। নবান্ন সূত্রে খবর, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে অন্তত ১০ মিনিট কথা হয়। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে দু'জনের মধ্যে কথা হয়। লকডাউন চলাকালীন নাগরিকদের সহায়তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নেওয়া পদক্ষেপেরও প্রশংসা করেছেন মোদি। আর্থিক প্যাকেজের জন্য প্রধানমন্ত্রীকে পালটা ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।