কলকাতা, ২৬ জুলাই: বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর এই প্রথম দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ আজ সোমবার বিকেলেই দিল্লির উদ্দেশে রওনা দেবেন৷ গোটা সপ্তাহের বেশি সময়টাই রাজধানীতে থাকবেন বলে খবর৷ আগামী কাল মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠক করার কথা৷ এদিকে মমতার দিল্লি সফরের খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই বিরোধী নেতৃত্বের এক চাদের তলায় আসার তোরজোর ফের শুরু হয়েছে৷ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে পেগাসাস বিতর্ক নিয়ে মোদি সরকারকে চেপে ধরতেই যে মমতার দিল্লি আগমন তাতে কোনও সন্দেহ নেই৷ সামনে আবার ২০২৪-এর লোকসভা নির্বাচনের লক্ষ্যমাত্রা ঠিক করতে হবে৷ আরও পড়ুন-Sharath Kamal Beats Tiago Apolonia: টেবিল টেনিসে পর্তুগালের তিয়েগো অ্যাপোলোনিয়াকে হারিয়ে তৃতীয় রাউন্ডে ভারতের শরথ কমল
ইতিমদ্যেই মমতাকে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী৷ তৃণমূল সুপ্রিমো নিজে শরদ পওয়ার ও চিদম্বরমের সঙ্গে বৈঠকে আগ্রহী৷ এমনিতে দিল্লি গেলে ভাইপো অভিষেকের সাউথ অ্যাভিনিউ ফ্ল্যাটেই ওঠেন মমতা৷ এবারও তার ব্যাতিক্রম হবে না৷ প্রবীণ রাজনীতিকদের সঙ্গে আলাদাভাবে দেখা করলেও৷ কেজরিওয়াল, অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎকার সারবেন সাউথ অ্যাভিনিউর ওই ফ্ল্যাটেই৷ প্রথম বঙ্গভবনে বৈঠকের কথা ভাবা হলেও করোনা পরিস্থিতিতে সকলের এক সঙ্গে হওয়াটা নিরাপদ নয় ভেবে তা বাতিল হয়৷ সংসদের সেন্ট্রাল হলে মমতা যাবেন না৷ এদিকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ চারদিনের সফরে গতকাল কাশ্মীরে পৌঁছেছেন৷ তিনি দিল্লি ফিরলে তাঁর সঙ্গে মমতার সাক্ষাৎকারের সময় ঠিক হবে৷
PM Modi took the adage, "keep your enemies closer" a little too far. #PegasusSnoopgate pic.twitter.com/YfaIP2rH44
— Congress (@INCIndia) July 25, 2021
অন্যদিকে পেগাসাসের নজরে ছিল তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন নম্বর৷ খবর প্রকাশ্যে আসতেই আশ্চর্যজনকভাবে পাশে দাঁড়িয়েছে কংগ্রেস৷ রাহুল গান্ধী ফোনেও ছিল ইজরায়েলি স্পাইওয়্যারের নজরদারি৷ টুইটে অভিষেকের ছবি দিয়ে কংগ্রেস লিখেছে, “আপনারা সময়ক্রমটা (ক্রোনোলজি) বুঝে নিন। পেগাসাস স্পাইওয়্যারের নিশানায় কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখন? ২০২১ সালে। কেন? পশ্চিমবঙ্গের ভোট। মোদি সরকারের নিরাপত্তাহীনতা সীমাহীন। শত্রুদের বেশি কাছে রাখতে হয়—এই প্রবচন নিয়ে একটু বেশিই এগিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি৷” এই পোস্টটিকে রি-টুইট করে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন লিখেছেন, ‘খেলা হবে’!