মালদা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadhavpur University) বাংলা অনার্সের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্য মৃত্যুর (Jadavpur student death case) পর কেটে গেছে বেশ কয়েকটি দিন। এখনও পর্যন্ত এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত কে এখনও তা জানা যায়নি। বৃহস্পতিবার মালদায় (Malda) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারকে (West Bengal Government) তীব্র আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Congress leader Adhir Ranjan Chowdhury)।
এপ্রসঙ্গে তিনি বলেন, "আমি মনে করি এটা স্বাভাবিক মৃত্যু (natural death) নয়, এটা একটা খুন (murder)। যাদবপুর বিশ্ববিদ্যালয় কোনও ছোট বিশ্ববিদ্য়ালয় (small university) নয়। পশ্চিমবঙ্গ সরকারের অবহেলা (negligence) এবং রাজ্যের খারাপ আইনশৃঙ্খলা ( bad law and order situation) পরিস্থিতির কারণে যাদবপুর ছাত্রাবাসে (Jadavpur hostel) নৈরাজ্যের (anarchy) পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু, সরকার এখনও নিশ্চুপ (silent) রয়েছে। তদন্ত (Investigation) চলছে কিন্তু, জনসাধারণ এখনও জানে না যে এর জন্য কারা দায়ী এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে।" আরও পড়ুন: MSME Month Celebration: বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে মমতা বন্দ্যোপাধ্যায়, বাউলদের সঙ্গে মিশে করলেন গান ও (দেখুন ভিডিও)
দেখুন ভিডিয়ো:
#WATCH | Malda, West Bengal: On Jadavpur student death case, Congress leader Adhir Ranjan Chowdhury says, "...I feel this is not a natural death but a murder. Jadhavpur University is not a small university...A situation of anarchy has developed in the Jadavpur hostel due to the… pic.twitter.com/86H8WvtpC4
— ANI (@ANI) August 24, 2023