রেজাউল হক (Photo: Twitter)

কলকাতা, ১৫ এপ্রিল: করোনা (Covid-19) আক্রান্ত হয়ে মৃত্যু হল সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক (Rezaul Haque) ওরফে মন্টু বিশ্বাসের। বুধবার রাতে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে।

সম্প্রতি রেজাউল হক অসুস্থ হয়ে পড়েন। করোনার উপসর্গ থাকাতে পরীক্ষা হয় তাঁর। বুধবার রিপোর্ট পজিটিভ আসে। এরপর প্রথমে তাঁকে জঙ্গিপুর বসুমতী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অবস্থার অবনতি হওয়াতে গতরাতে রেজাউলকে জঙ্গিপুর থেকে কলকাতায় নিয়ে আসা হয়। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোর ৫টা নাগাদ সেখানেই মৃত্যু হয় তাঁর।

রেজাউলের মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। ২৬ এপ্রিল রাজ্য বিধানসভা নির্বাচনের সপ্তম দফায় সামসেরগঞ্জ আসনে ভোটগ্রহণ।