কলকাতা, ২৩ জুন: কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling Case) তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED)। বৃহস্পতিবারই সিজিও কমপ্লেক্সে রুজিরাকে হাজিরা দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর আজ অভিষেকের স্ত্রীকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কয়েকদিন আগেই রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছিল আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। অভিষেকের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। ওইদিন প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় রুজিরাকে। অতীতে অভিষেকের বাড়িতে গিয়ে রুজিরাকে এক বার জিজ্ঞাসাবাদ চালিয়েছিল সিবিআই। আরও পড়ুন: Odisha: আগামীকাল মনোনয়ন জমা দেবেন, আজ দিল্লি রওনা দিলেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু
তবে শুধু রুজিরা বন্দ্যোপাধ্যায় একা নয়, এই মামলায় ইতিমধ্যেই কয়েকবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেকও।