Mamata Banerjee (Photo Credit: Twitter/ANI)

কলকাতা, ২ ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেস একাই লড়বে। সম্প্রতি এমনই জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে একা লড়লেও তিনি ইন্ডিয়া জোটে থাকছেন বলেও জানান বাংলার মুখ্যমন্ত্রী। এসবের মধ্যে বাংলায় ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে হাজির হন রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাহুল রাজ্যে আসছেন,  তা তাঁকে জানানো হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন মমতা। এসবের মধ্যে এবার কেন্দ্রের বঞ্চনার অভিযোগে ধরনা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ধরনা শুরু করে, ফের কংগ্রেসের বিরুদ্ধে (Congress) তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কংগ্রেস ৪০ আসনও জিততে পারে কি না সন্দেহ। তিনি কংগ্রেসকে রাজ্যে ২ আসন ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন। ওই ২ আসনে কংগ্রেসের জেতা আশা করেন বলেই এমন প্রস্তাব দেন। কিন্তু ওঁরা আরও বেশি আসন চাইছিলেন। ফলে তিনি রাজ্যে ৪২ আসনে লড়ার জন্য কংগ্রেসকে পালটা প্রস্তাব দেন বলে মমতা জানান। সেই থেকে কংগ্রেসের সঙ্গে এ বিষয়ে আর কোনও কথা হয়নি বলে জানান তৃণমূল কংগ্রেস নেত্রী।

আরও পড়ুন: Mamata Banerjee on Hemant Soren: হেমন্তের জেলে মমতার তীব্র প্রতিবাদ, বন্ধু সোরেনের গ্রেফতারিতে সরব দিদি

দেখুন ট্যুইট...

 

এরপরই ভারত জোড়ো ন্যায় যাত্রার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, ভারত জোড়ো ন্যায় যাত্রা বঙ্গে হাজির হচ্ছে, অথচ ইন্ডিয়া জোটের সদস্যকে জানানোর কথা ভাবেননি কংগ্রেস নেতৃত্ব। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার কথা তিনি প্রশাসনের কাছ থেকে জানতে পারেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।