রাত পোহালেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের শহিদ দিবস। জোরকদমে চলছে শেষ মুহূর্তের কাজ। আগামীকাল এই মঞ্চেই ২৬-এর নির্বাচনের আগে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। সেই কারণে সরজেমিনে খতিয়ে দেখতে রবিবাসরীয় বিকেলে ধর্মতলায় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলের দিকে তিনি পৌঁছে যান ব্রিগেডে। তাঁকে দেখতে সভাস্থলে জমায়েত করেন বহু তৃণমূলের কর্মী সমর্থকেরা। সঙ্গে ছিলেন ফিরহা্দ হাকিম, অরূপ বিশ্বাস, দেবাশিষ কুমাররা।

সভা নিয়ে আপত্তি তুলেছিল বিরোধীরা

যদিও ২১ জুলাইয়ের সভা নিয়ে বিরোধীরা আগেই আপত্তি তুলেছিল। সেই কারণে হাইকোর্টের কড়া পর্যবেক্ষণ রাখা হবে এই সভা ঘিরে। যদি কোনও নির্দেশনামা না দিলেও কলকাতা পুলিশকে একাধিক শর্ত দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার, ফলে অফিসযাত্রীদের যেন কোনও সমস্যা না হয়, এই বিষয়ে লক্ষ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বিরোধীদের এই আপত্তি নিয়ে রবিবার ধর্মতলা থেকেই কড়া ভাষা প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দেখুন  মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

বিরোধীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা

তিনি বলেন, “আমাদের আন্দোলন আটকানোর ক্ষমতা ছিল না সিপিএমেরও। এইখানে ১৩ জন তৃণমূলকর্মীর প্রাণ গিয়েছিল পুলিশের গুলিতে। দেড়শো জন পুলিশের গুলিতে আহত হয়েছিলেন। ৩৩ বছর ধরে এখানেই অনুষ্ঠান হয়ে আসছে। আমরা বছরে একবার শহিদদের স্মরণে এই প্রোগ্রাম করি। এই নিয়ে অনেকেই আপত্তি তুলছেন। তাঁরা আমাদের দেখাদেখিই প্রোগ্রাম করে। কই আমরা তো তাঁদের দেখে কিছু করি না”।