ছবি ট্যুইটার

কলকাতা, ২৫ জুলাই: আগামিকাল, সোমবার দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেখানে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। তার আগে হঠাৎই মন্ত্রিসভার বৈঠক (Cabinet Meeting) ডাকলেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে বাড়ছে জল্পনা। বৈঠকে কী বিষয়ে আলোচনা হতে চলেছে তা এখনও জানা যায়নি। সোমবার দিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগে মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। এর আগে গত বৃহস্পতিবারই দলের সঙ্গে বৈঠক করেন তিনি।

সম্প্রতি তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হয়েছেন মমতা বন্দোপাধ্যায়। তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন হিসেবে তাঁর পদক্ষেপ কি হতে চলেছে তাও দেখার। আপাতত সমস্ত সাংসদরা বাদল অধিবেশনের কারণে দিল্লিতেই রয়েছেন। সেখানে থেকে তিনি অধিবেশনে আগামী পদক্ষেপের জন্য পরামর্শ দেবেন।

আরও পড়ুন, দিল্লিতে ১০০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চালানোর অনুমতি, খুলবে সিনেমা হলও

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মমতা বন্দোপাধ্যায়ের দিল্লি সফর খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অবিজেপি নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর। ২০২৪-র লোকসভাকে পাখির চোখ করেছেন মমতা।

দলের নেতাদের রাজ্যের সমস্ত কাজ বুঝিয়ে, দায়িত্ব দিয়ে দিল্লি যেতে চান তিনি। তাই এই বৈঠকের ডাক বলে মনে করা হচ্ছে।