Crime Scene. (Photo Credits: Twitter)

ক্লাস চলাকালীন সহপাঠীদের মধ্যে মারামারি। আর তাতেই প্রাণ গেল দশম শ্রেণির এক ছাত্রের। বুধবার ঘটনাটি ঘটেছে হুগলির (Hoogly) চাঁপাদানিতে আর্য বিদ্যাপীঠে। জানা যাচ্ছে, মারামারির মাঝে এক সহপাঠী সজোরে বুকে ঘুষি মারে বছর ১৫-এর অভিনব জালানকে। আর তাতেই ঘটনাস্থলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য শুরু হয় এলাকায়। অভিযুক্তের কঠিন শাস্তির দাবি ও কর্তব্যরত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন মৃতের পরিবার।

গাফিলতির প্রশ্ন তুলছেন মৃতের পরিবার

জানা যাচ্ছে, ঘটনার পর শোকে পাথর হয়ে গিয়েছেন মৃতের পরিবার। তাঁদের আরেকটি সন্তানও ছিল। মাস ছয়েক আগে সেই কন্যাসন্তান হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে মৃত্যু হয়। সেই শোক কাটতে না কাটতেই ফের ছেলের মৃত্যু। মৃতের বাবা গৌতম জালানের প্রশ্ন, শিক্ষকদের সামনে কীভাবে এরকম মারামারি হয় এবং তাঁরা এই ঝামেলা থামানোর চেষ্টা করেননি কেন? যদিও স্কুলের প্রধান শিক্ষকের দাবি, মাধ্যমিক পরীক্ষা চলছিল, তাই তিনি অন্য স্কুলে গিয়েছিলেন।

শৌচালয়ের সামনে ছাত্রদের মারামারি

অন্যদিকে, পুলিশসূত্রে খবর, স্কুলের তিনতলায় একটি শৌচালয়ের সামনে ঘটনাটি ঘটেছে। অভিনবের বুকে সজোরে ঘুষি মারার পর সে অচৈতন্য অবস্থায় মাটিতে লুটি পড়ে। তারপর বাকি শিক্ষকরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। যদিও দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।