
ফের চাকরিহারা শিক্ষকদের ওপর কড়া ব্যবস্থা নিল পুলিশ। মাসখানেক আগে কসবাতে শিক্ষকদের গায়ে পা তুলেছিল পুলিশ। এবার বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে সেই বিক্ষোভরত শিক্ষকদের হটাতে টেনে হিঁচড়ে সরানোর চেষ্টা করছে পুলিশ। প্রয়োজন পড়লে লাঠিচার্জ করতেও পিছপা হচ্ছেন না পুলিশকর্মীরা। কার্যত বৃহস্পতিবার রাতে এই নিয়ে উত্তপ্ত হল বিকাশ ভবন চত্বর। রাত ১০টা পর থেকে পুলিশ ও আন্দোলনকারীদের উত্তপ্ত হয় ওই এলাকা। ঘটনাস্থলে অসংখ্য পুলিশ বাহিনী। আসলে আজ বিকাশ ভবনের সমস্ত গেটে তালা ঝুলিয়ে দিয়েছে চাকরিহারারা। ভবনের ভেতরে এথনও আটকে রয়েছে অসংখ্য সরকারি কর্মী।
আন্দোলন চাকরিহারাদের
আর সেই কর্মীদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এর আগে একাধিকবার অনুরোধ করেছিলেন পুলিশকর্মীরা। কিন্তু আন্দোলনকারীরা তাঁদের অবস্থানে স্পষ্ট। যার মধ্যে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিকাশ ভবনের সামনে এসে চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিতে হবে। এছাড়া আরও কয়েক দফা দাবি রয়েছে, যা না মানলে আরও বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
দেখুন ভিডিয়ো
STORY | Clash between police, protesting teachers outside Bengal education HQ; several injured
READ: https://t.co/OLQ0vKWPsX
VIDEO:
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/eHVizpg2qJ
— Press Trust of India (@PTI_News) May 15, 2025
বের করে আনা হচ্ছে কর্মীদের
এদিকে বিকাশ ভবনে আটকে থাকা বেশ কয়েকজন কর্মীকে ইতিমধ্যেই বের করে আনা হয়েছে। এছাড়া কয়েকজন কর্মী পাঁচিল থেকেও ঝাঁপ দিয়ে বেরিয়ে আসে। সবমিলিয়ে এই নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে বিকাশ ভবন চত্বরে। এদিকে আজ সকালে বিকাশ ভবনে এসে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। তিনি আবার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। যা্ নিয়ে রাজ্য রাজনীতিতেই বইছে সমালোচনার ঝড়।