প্রতীকী ছবি (File Photo)

ফের রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরি। এবার মালদহে বাংলা-বিহার সীমান্তে নাকা পয়েন্টে লরির চালক টাকা না দেওয়ায় বেধড়ক মারধর করল ৩ সিভিক ভলেন্টিয়ার। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) হরিশচন্দ্রপুর থানা অন্তর্গত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকা পয়েন্টে। আর সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র। গুরুতর আহত অবস্থায় ওই চালককে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

টাকা নিয়ে সিভিকদের সঙ্গে চালকের হয় বচসা

জানা যাচ্ছে, এদিন চালক রহুল আলি ও খালাসি দুজনে লরিতে করে গরু নিয়ে আসছিলেন। সেই সময় ভেলা বাড়ি নাকা পয়েন্টে তাঁদের গাড়ি আটকায় তিন সিভিক। অভিযোগ, তাঁরা দাবি করে ১০০০ টাকা। কিন্তু তাঁরা ৫০০ টাকা দিতে চায়। আর এই নিয়েই শুরু হয় বচসা। তারপরেই দুজন রহুলকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে একটি ঘরে নিয়ে যায়। গাড়ির খালাসি মোবাইলে ভিডিয়ো করছে দেখেই তাঁর দিকে তেড়ে যান আরেক সিভিক ভলেন্টিয়ার।

ঘটনার তদন্ত করছে পুলিশ

এরপর স্থানীয়রাই গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হরিশচন্দ্রপুরের একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানেই আপাতত তাঁর চিকিৎসা চলছে। পুলিশে অভিযোগ জানানোর পর শুরু হয়েছে তদন্ত। যদিও এখনও কাউকেই গ্রেফতার করেনি পুলিশ। যদিও যাঁরা গরু নিয়ে যাচ্ছিল, তাঁরা কি আদৌ বৈধভাবে নিয়ে যাচ্ছিল কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।