কলকাতা: আগামী ২৩ জানুয়ারি ভারতের (India) পাশাপাশি বিশ্বের (World) বিভিন্ন প্রান্তে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) জন্মদিন (Birth Anniversary) পালন করবেন হাজার হাজার মানুষ। ঠিক তার আগে নেতাজির (Netaji) জন্মদিন পালনের অধিকার নিয়ে প্রাক্তন দল বিজেপিকে নাম না করে কটাক্ষ করলেন সুভাষচন্দ্র বসুর নাতি চন্দ্রকুমার বসু (Chandra Kumar Bose)।
শুক্রবার এই বিষয়ে (Chandra Kumar Bose On Netaji) একটি টুইট করেন তিনি। তাতে চন্দ্রকুমার বসু উল্লেখ করেছেন, "২০২৩ সালের ২৩ জানুয়ারি যাঁরা নেতাজি জন্মদিন পালন করবেন প্রথমে তাঁদের ওনার ধর্মনিরপেক্ষতা আর্দশকে (secular ideology) বুঝতে হবে (understand)। যে ধর্মনিরপেক্ষতার আদর্শের সাহায্যে ভারতের সমস্ত ধর্ম ও সম্প্রদায়ের (all communities) মানুষকে দেশের স্বাধীনতার জন্য একত্রিত হয়ে লড়াই করতে (fight for freedom) অনুপ্রাণিত করেছিলেন নেতাজি। তাই যারা সেই আদর্শকে মানে না। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ (division) তৈরির চেষ্টা করে তাদের নেতাজির জন্মদিন পালন করার কোনও দরকার নেই।" আরও পড়ুন: Burmese Pythons Rescued In Fulbari: সরকারি অফিসের পাইপের মধ্যে থেকে উদ্ধার দুটি বার্মিজ অজগর
People who would like to celebrate #Netaji's Birth Anniversary on 23 Jan'23 & pay homage to him must first understand his inclusive secular ideology which united all communities to fight for freedom! People who encourage division among communities, bigotry need not celebrate. pic.twitter.com/ff8kSuj42x
— Chandra Kumar Bose (@Chandrakbose) January 13, 2023