Mamata Banerjee DVC: উৎসবের মরসুমে জল ছাড়া নিয়ে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি-র (DVC) বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি জানান, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ডিভিসি মাইথন এবং পাঞ্চেত বাঁধগুলি থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১ লক্ষ ৫০ হাজার কিউসেক জল ছাড়ে। মুখ্যমন্ত্রীর দাবি হল, বাংলার মানুষকে পুজোর মধ্যে কষ্ট দিতেই এটি কেন্দ্রের 'ইচ্ছাকৃত চাল'। তবে মমতার এই দাবি উড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার।
কী জানালেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী
কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাতিল (C R Patil) বাংলার মুখ্যমন্ত্রীর আনা অভিযোগ সরাসরি অস্বীকার করে জানান, DVC-র ছাড়া জল নিয়ে যে অভিযোগ করা হচ্ছে, আসলে জল ছাড়ার পরিমাণ দাবি করা পরিমাণের অর্ধেকেরও কম। তিনি আরও বলেন, জল নিঃসরণের পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রিত এবং পরিকল্পনামাফিক হয়েছে, যা দুর্গাপুজোর সময় জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলেনি। সেখানে মমতা দাবি করেছিলেন, ডিভিসি কর্তৃপক্ষ রাজ্য সরকারকে কোনও কিছু জানিয়েই ৬৫ হাজার কিউসেক জল ছেড়ে দেয়। মন্ত্রী পাতিল বারবার দাবি করেন, পশ্চিমবঙ্গের উপর কোনও উদ্দেশ্যপ্রণোদিত জল ছাড়ার কোনও ঘটনা ঘটেনি। বরং কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, দুর্গাপুজোর সময় নাব্য জলস্তর নিয়ন্ত্রণে রাখার জন্য DVC কর্তৃপক্ষ নিয়মিত নজরদারি চালিয়েছে। কেন্দ্র সরকারের দাবি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন তার অর্ধেকও জল ছাড়া হয়নি। দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গের কিছু এলাকা প্লাবিত করার চক্রান্ত নিয়ে ডিভিসি ইচ্ছাকৃতভাবে জল ছেড়েছিল। এমমন অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা।
দেখুন কী জানাল কেন্দ্র
STORY | Centre refutes Bengal CM's claim of excess water release from DVC reservoirs
Jal Shakti Minister C R Paatil rejected West Bengal Chief Minister Mamata Banerjee's allegations of "unilateral and wilful" release of water by the Damodar Valley Corporation (DVC) to flood… pic.twitter.com/06CqgsLuiQ
— Press Trust of India (@PTI_News) October 4, 2025
সোশ্য়াল মিডিয়ায় DVC ইস্যুতে কী লিখেছিলেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন, "ডিভিসি তার সরকারকে কোনও কিছু না জানিয়ে, জল ছাড়ার ফলে বাংলার লক্ষ লক্ষ মানুষ কঠিন পরিস্থিতির মুখে পড়েছে। এটা কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়, বরং DVC-র তৈরি করা দুর্যোগ। আমি পরিষ্কার করে বলছি, বাংলার মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে দেব না। আমাদের জনগণের বিরুদ্ধে যে কোনও ষড়যন্ত্র প্রতিহত করা হবে সমস্ত শক্তিতে। মিথ্যা ছড়ানো যাবে না, সত্য শেষ পর্যন্ত জিতবে, অশুভের ওপর শুভই বিজয়ী হবে।"