কলকাতা, ১৭ ফেব্রুয়ারি: ইঙ্গিত ছিলই। এবার সরাসরি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন একঝাঁক তারকা। ১৭ ফেব্রুয়ারি, বুধবার অভিনেত্রী পাপিয়া অধিকারী, সৌমিলি ঘোষ বিশ্বাস ও ত্রমিলা ভট্টাচার্য হাতে তুলে নিলেন বিজেপির পতাকা। সাংবাদিক বৈঠকে কৈলাস বিজয়বর্গীয়,মুকুল রায় এবং স্বপন দাশগুপ্তের উপস্থিতিতে গেরুয়া পতাকা তুলে নিলেন অভিনেত্রীরা। ২১-র নির্বাচনের আগে বিজেপির মাস্টারস্ট্রোক, বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এরপর বিজেপিতে যোগ দেন অভিনেতা যশ দাশগুপ্ত। এছাড়া রাজ মুখার্জি, অশোক ভদ্র, মীনাক্ষী ঘোষ, মল্লিকা ব্যানার্জিও যোগ দিলেন বিজেপিতে একইদিনে।
Tollywood actor Yash Dasgupta joins BJP. pic.twitter.com/w3BxAJ2eLK
— Pooja Mehta (@pooja_news) February 17, 2021
টলি পাড়া থেকে অভিনেতা-অভিনেত্রীদের রাজনৈতিক দলে যোগদানের বিষয়টি এখন খুবই সাধারণ পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন দীপঙ্কর দে, ভরত কল। এছাড়াও বিভিন্ন সময়ে আরও একাধিক শিল্পীরা যোগ দিয়েছেন রাজ্যের শাসক শিবিরে। কিছুদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন কৌশানি, সৌরভ দাস, শ্রীতমা ভট্টাচার্য-সহ আরও অনেকে। অন্যদিকে, কিছুদিন আগেই দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন রুদ্রনীল ঘোষ। হাওড়া-শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়াতে পারেন তিনি। এদিকে সরস্বতী পুজোর সকালে মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করেন আরএসএস প্রধান মোহন ভগবত আবার এদিন বিকেলেই প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে সাক্ষাৎ করেন অনির্বাণ গাঙ্গুলি। দলবদলের স্রোতের মাঝেই টলিপাড়ার কলাকুশলীদের রাজনীতির আঙিনায় পা মিলিয়ে দেওয়ার ঘটনাও বেশ নজর কাড়ছে।
যশ দাশগুপ্ত। বাংলা টেলি দুনিয়ার ধারাবাহিক থেকে পরিচিতি পেয়েছেন যশ দাশগুপ্ত। এরপর ধীরে ধীরে বড় পর্দাতেও বেশ কিছু কাজের সুযোগ পেয়েছেন তিনি। অভিনয় দুনিয়ায় যখন ধাপে ধাপে সাফল্যের শীর্ষে উঠছিলেন যশ, ঠিক তখনও রাজনীতির দুনিয়াতেও নাম লেখালেন তিনি। অন্যদিকে অভিনেত্রী সায়নী ঘোষের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে উঠলেও সেই গুঞ্জন অভিনেত্রী নিজেই নস্যাৎ করেছেন।