Manas Ranjan Bhunia: আইকোর মামলায় এড়িয়ে ছিলেন হাজিরা, মন্ত্রী মানস ভুঁইয়াকে জেরা করতে হাজির সিবিআই দল!
Manas Bhunia (Photo Credits: Twitter)

কলকাতা, ২০ সেপ্টেম্বর: আইকোর চিটফান্ড (I Core Chit Fund) মামলায় এবার রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া (Manas Ranjan Bhunia)-র বাড়িতে হাজির হল সিবিআইয়ের দল। সংবাদসংস্থা এএনআইয়ের টুইটে এমনই খবর। যদিও কিছু সংবাদমাধ্যমে বলা হচ্ছে মানস ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদ করতে খাদ্যভবনে যান সিবিআই কর্তারা।   আজ, সোমবার সবংয়ের বিধায়ক তথা, তৃণমূলের অভিজ্ঞ এই নেতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই (CBI) কর্তাদের সামনে হাজিরা দেওয়ার কথা ছিল৷ তবে টানা বষ্টির জেরে মানস ভুঁইঞার নির্বাচনী এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় তাঁকে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছাতে হয়েছে৷ তাই এদিন আর সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দরবারে পৌঁছাতে পারছেন না তিনি৷

এমন কথাই জানিয়েছিলেন মানস ভুঁইয়া। এর পরই সোজাসুজি একেবারে রাজ্যের মন্ত্রীর বাড়িতে হাজির হল সিবিআই। আরও পড়ুন: নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করে আপ্লুত বাবুল সুপ্রিয়

দেখুন টুইট

প্রসঙ্গত, আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে লগ্নিকরী সংস্থা আইকোর৷ এদিকে মানস রঞ্জন ভুঁইয়াকে আইকোরের এক অনুষ্ঠান মঞ্চে দেখা গিয়েছিল৷ শুধু দেখা নয়, সেই অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি৷ সম্প্রতি সেই ভিডিও প্রকাশ্যে এসেছে৷ এরই ভিত্তিতে আইকোর মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মানসবাবুকে ডেকে পাঠিয়েছিল সিবিআই৷ তবে প্রাকৃতিক দুর্যোগের কথা বলে আপাতত সেই জেরা এড়িয়েছিলেন রাজ্যের মন্ত্রী৷

অন্যদিকে গত ১৩ সেপ্টেম্বর ঠিক একই কারণে সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দপ্তরে ডাক পড়ে মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের৷ আইকোর চিটফান্ড কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে একটি ভিডিয়ো ফুটেজ। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, আইকোর সংস্থার মালিক অনুকূল মাইতির সঙ্গে একটি অনুষ্ঠান মঞ্চে হাজির রয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়। সেই ভিডিয়োর সূত্রেই পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করেন সিবিআই তদন্তকারীরা। ১৩ সেপ্টেম্বর ক্যামাক স্ট্রিটে শিল্পসদনে হাজির হন সিবিআই অফিসাররা। সেখানেই ২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ পর্ব।