কলকাতা: পশ্চিমবঙ্গে (West Bengal) ঘটে যাওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির (WB primary teacher recruitment scam) মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (Central Bureau of Investigation)। আরও পড়ুন: PIL Against SSKM: আর্থিক দুর্নীতির মাস্টারমাইন্ডদের আশ্রয় দেওয়ার অভিযোগ, পিজি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে
ওএমআর শিটে (OMR sheets) কারচুপির মাধ্যমে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ওই মামলার তদন্তে অগ্রগতি সম্পর্কে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) সিঙ্গল বেঞ্চে বন্ধ খামে (sealed envelope) রিপোর্ট জমা দিল সিবিআই।
সিবিআইয়ের আইনজীবী আজ ওই খামবন্ধ রিপোর্টটি জমা দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে। আগামী ৪ জানুয়ারি তাঁর এজলাসে এই মামলার পরবর্তী শুনানি হবে। আরও পড়ুন: Christmas Celebration: বড়দিন এবং ইংরাজি নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত কলকাতা, আলোয় সেজে উঠেছে পার্কস্ট্রীট (দেখুন ভিডিও)
Central Bureau of Investigation (#CBI) submitted a report to a single- judge bench of the #CalcuttaHighCourt on the progress of investigation into the irregularities in appointment of primary teachers through manipulation in the optical mark recognition (OMR) sheets.
The CBI… pic.twitter.com/EzotJW3U9D
— IANS (@ians_india) December 21, 2023