Anubrata Mondal: দিনভর ঘুরে ভোরবেলা অনুব্রতকে নিয়ে নিজাম প্যালেসে সিবিআইয়ের কনভয়
Anubrata Mandal (Photo Credit: File Photo)

কলকাতা, ১২ অগাস্ট:  স্বেচ্ছায় সমন পেয়ে আসেননি। ভোর পৌনে তিনটে নাগাদ সিবিআইয়ের গাড়ি চেপে নিজাম প্যালেসে ঢুকলেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সারাদিনের টানাপোড়েনে ততক্ষণে অনুব্রত বেজায় কাহিল। চোখে মুখে অবসন্নতা। রাত সাড়ে সাতটা নাগাদ আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত থেকে অনুব্রতকে নিয়ে বের হয় একটি গাড়ি। তারপর ধনেখালিতে এসে যানজটের মুখে পড়ে সিবিআই কনভয়। তখন রাতে সাড়ে এগারোটা।

সেসব কাটিয়ে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে নবান্নের গা ঘেঁষে রাত দুটো বেজে ৪৩ মিনিটে নিজাম প্যালেসের দরজায় থামে সিবিআই কনভয়। হেঁটেই নিজাম প্যালেসে ঢোকেন অনুব্রত মণ্ডল। গোটা রাস্তায় ক্লান্তিতে তাঁকে বার বার জল খেতে দেখা গেছে। বেশ কয়েকবার ঘুমেও ঢলে পড়েন। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে রাশভারী নেতাকে একবার হাসতেও দেখা যায়। আরও পড়ুন-Asteroid Alert: পৃথিবীর দিকে ধেয়ে আসছে সম্ভাব্য বিপজ্জনক দৈত্যাকার গ্রহাণু, কী হবে এবার?

উল্লেখ্য, গতকাল সকালে বোলপুরের বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে আটক করে সিবিআই। বীরভূমের তৃণমূল জেলাসভাপতিকে পরপর দশবার সমন পাঠিয়েও ঠিক সময় নিজাম প্যালেসে  হাজির করানো যায়নি। তাই বাধ্য হয়েই তাঁকে আটক করতে বোলপুরে সিবিআই।

সন্ধ্যায় আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হলে, অনুব্রতকে হেফাজতে নেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আজ থেকে শুরু হবে জেরা। অনুব্রত মুখ খুললে তৃণমূলের কী পরিস্থিতি হতে পারে তানিয়ে শাসকদলের অন্দরে চাপা উত্তেজনা রয়েছে।