ফাইল ফটো (Photo Credits: ANI)

কলকাতা: বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ (Expelled youth Trinamool Congress leader Kuntal Ghosh) চাকরি প্রার্থীদের (candidates) ঠকানোর জন্য ভুয়ো কাউন্সেলিংয়ের (fake counseling) ব্যবস্থা করত বলে দাবি করল জাতীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)।

তাদের দাখিল করা চার্জশিটে (charge sheet) উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) একটি ভুয়ো ওয়েবসাইট (fake website) তৈরি করেছিল বর্তমানে শিক্ষক দুর্নীতি মামলায় জেলবন্দি কুন্তল ঘোষ। তার মাধ্যমে টার্গেট করা চাকরি প্রার্থীদের সে ভুয়ো কাউন্সেলিংয়ের ব্যবস্থা করত। সেই মতো ওয়েবসাইটে তালিকাও আপলোড করা হত। আরও পড়ুন: Murshidabad Murder: তৃণমূলে যোগ দেওয়ার পর জয়ী কংগ্রেস প্রার্থীর ছেলেকে কুপিয়ে খুন, অশান্তি খড়গ্রামে