কলকাতা, ১১ জুন: বিধানসভা নির্বাচনের প্রচারে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) 'উস্কানিমূলক' মন্তব্য করার মামলায় তদন্তে কলকাতা পুলিশকে সহযোগিতা করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তবে জানা গিয়েছে, সশরীরে হাজিরা না দিলেও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হবে। নির্বাচনের প্রচারে 'মারব এখানে','এক ছোবলেই ছবি' - এই সংলাপগুলি ব্যবহার করায় মানিকতলা থানায় মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল।
আরও পড়ুন, 'মল', 'মূত্রের' সঙ্গে তুলনা, দলবদলুদের বিরুদ্ধে তীব্র আক্রমণ বিজেপি নেতা তথাগত রায়ের
তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, উস্কানিমূলক বক্তৃতা করে শান্তিভঙ্গের চেষ্টা, বিভিন্ন গোষ্ঠী এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে বিদ্বেষ ছড়ানো-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছিল। নির্বাচনের প্রচারে অশান্তি ছড়ানোর আশঙ্কার কথা বলা হয়েছিল অভিযোগপত্রে। তাঁর বক্তব্যকে 'অশালীন' বলেও অভিযোগপত্রে দাবি করা হয়েছিল।