কলকাতা, ৬ মে: বিজেপির যুব মোর্চার নেতা অর্জুন চৌরাসিয়ার (Arjun Chowrasia) ময়নাতদন্ত (Autopsy) আলিপুর কমান্ড হাসপাতালে (Command Hospital) করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ময়নাতদন্তের পুরো প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করতে হবে। অর্জুনের রহস্য মৃত্যুর বিষয়ে বিচার বিভাগীয় হস্তক্ষেপ চেয়ে আবেদন করেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এছাড়াও আরজি কর মেডিক্যাল কলেজ নয়, আলিপুরের কমান্ড হাসপাতালে ময়নাতদন্তের দাবি জানান তিনি। রাজ্যের আপত্তি না করাতে সেই আবেদন মঞ্জুর করল আদালত।
মামলার শুনানিতে আইনজীবীরা কল্যাণীর এইমসে অর্জুনের ময়নাতদন্ত করানোর দাবি জানান। কিন্তু কেন্দ্রের আইনজীবী জানান, কল্যাণীতে ময়নাতদন্তের পরিকাঠামো নেই, তবে বিশেষজ্ঞ চিকিৎসক আছেন। এরপরই প্রিয়াঙ্কা কমান্ড হাসপাতালে ময়নাতদন্তের আর্জি জানান। শুনানিতে রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, "বিচারকের উপস্থিতিতে ময়নাতদন্তের পুরো প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি করতে হবে।" আরও পড়ুন: Arjun Chowrasia: মৃত বিজেপি নেতা অর্জুন চৌরাশিয়ার পরিবারের সঙ্গে দেখা করলেন অমিত শাহ
সব পক্ষের সওয়াল শেষে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, অর্জুনের ময়নাতদন্ত হবে আলিপুরের কমান্ড হাসপাতালে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল মৃতদেহ আরজি কর হাসপাতাল থেকে কমান্ড হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেবেন। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার মুখ্য বিচারবিভাগীয় বিচারকের উপস্থিতিতে ময়নাতদন্ত হবে। পুরো প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করতে হবে। আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি।