Photo Credits: ANI & Wikimedia commons

কলকাতা: ফের একবার বিজেপির (BJP) জনসভা (Rally) আটকাতে গিয়ে মুখ পুড়ল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের। কলকাতার (Kolkata) ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের (Victoria house) সামনে জনসভা করার জন্য প্রশাসনের অনুমতি চেয়েছিল বঙ্গ বিজেপি (West Bengal BJP) নেতৃত্ব। কিন্তু, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে হতে চলা ওই জনসভার অনুমতি দেয়নি প্রশাসন। বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। শুক্রবার ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপি জনসভা করতে পারবে বলে সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

আদালতের এই রায়কে স্বাগত জানিয়ে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (West Bengal BJP president Dr Sukanta Majumdar) বলেন, "এটি হাইকোর্টের দেওয়া একটি ঐতিহাসিক রায় (historical verdict)। আমি ভবিষ্যদ্বাণী করেছিলাম যে পশ্চিমবঙ্গ সরকারকে (West Bengal government) এর পরিণতি ভোগ করতে হবে কারণ ওরা অবৈধভাবে বিজেপির কর্মসূচি বন্ধ করার চেষ্টা করছিল। আমরা বিচার বিভাগকে (judiciary) ধন্যবাদ জানাই।"

পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদিকা ও আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পাল (West Bengal BJP MLA Agnimitra Paul) বলেন, "এটা আমাদের একটা জয়। এটা কি আফগানিস্তান (Afghanistan) না পাকিস্তান (Pakistan) যে শুধুমাত্র মমতা ব্যানার্জিই (Mamata Banerjee) ওখানে জনসভা করতে পারবে?" আরও পড়ুন: Horse Carriages In Kolkata: ময়দান চত্বরে অনুমোদিত ঘোড়ার গাড়িকে বাজেয়াপ্ত করার নির্দেশ হাইকোর্টের, ভিডিয়োতে শুনুন চালকের প্রতিক্রিয়া