ফাইল ফটো (Photo Credit: Wikimedia Commons)

কলকাতা: কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) কিছুদিন আগে একটি জনস্বার্থ মামলা (PIL) হয়েছিল। তাতে মামলাকারী উল্লেখ করেছিলেন, বিভিন্ন জায়গায় মহরমের (Muharram) ১০-১২ দিন আগে থেকে জোরে জোরে ড্রাম বাজানো (beating of drums) শুরু হয়। এর ফলে বয়স্ক, অসুস্থ ও শিশুদের প্রচণ্ড অসুবিধা হয়। আদালত যেমন দুর্গা বা বিভিন্ন পুজোর সময় বক্স বা মাইক ব্যবহারের সময় ও আওয়াজের পরিমাপ বেঁধে দিয়েছে তেমনি এই ক্ষেত্রেও যাতে একই ব্যবস্থা নেওয়া হয়।

মামলাটির শুনানির পর বৃহস্পতিবার সমস্ত দিক বিবেচনা করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (Calcutta HC Chief Justice Division bench) পশ্চিমবঙ্গ পুলিশকে (West Bengal police) আগামী ২৯ জুলাই মহরমের দিন ড্রাম বাজানোর সময় নির্দিষ্ট (regulating timings) করে দিয়ে জনসাধারণের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি (public notice) করতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডকেও (West Bengal Pollution Control Board) শব্দসীমার (noise levels) পরিমাপ নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে বলা হয়েছে। আরও পড়ুন: WB Speaker Biman Banerjee: পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অত্যাচার নিয়ে আলোচনার জন্য বিজেপির মুলতবি প্রস্তাব প্রত্যাখ্যান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের