Dead Body Representative Photo (Photo Credits: Pixabay)

লঙ্কার ক্ষেতে কীটনাশক স্প্রে করতে বেরিয়েছিলেন। তারপর থেকে আর বাড়ি ফেরননি। রাতের অন্ধকারে উদ্ধার রক্তাক্ত দেহ। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে  (Bhangar)। জানা যাচ্ছে, জমি নিয়ে বিবাদের জেরেই তাঁকে খুন করা হয়েছে। যদিও কে বা কারা তাঁকে খুন করেছে তা এখনও স্পষ্ট নয়। দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত ব্যক্তি তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার পর মৃতের পরিবারের সঙ্গেও দেখা করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা।

চাষের ক্ষেত থেকে উদ্ধার দেহ

জানা যাচ্ছে, শনিবার দুপুরের দিকে ২ নম্বর ব্লকের পোলেরহাট থানার পাইকান এলাকার বাসিন্দা বাবলু মোল্লা ক্ষেতে গিয়েছিলেন। কিন্তু রাত গড়িয়ে গেলেও সে না ফেরায় খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্য ও স্থানীয়রা। খবর দেওয়া হয় থানাতেও। গভীর রাতের দিকে বাবলুর দেহ ওই চাষের ক্ষেত থেকেই উদ্ধার হয়।। খবর পেয়ে ঘটনাস্থলে পরিবারের সদস্য ও পুলিশ পৌঁছে যায়। দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

তদন্তের দাবি শওকত মোল্লার

পুলিশসূত্রের খবর, দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল, বিশেষ করে পিঠের দিকে ক্ষতচিহ্ন ছিল। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন। এবং অভিযুক্তদের গ্রেফতার করার দাবি জানান তিনি।