Representational Image (Photo Credit: ANI)

সাতসকালে কানফাঁটা আওয়াজ। স্ক্র্যাব গাড়ি কাটাইয়ে কারখানায় কখনও এরকম আওয়াজ আগে শোনেননি স্থানীয় মানুষরা। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় গাছে ঝুলছে, এবং অপরজন মাটিতে শুয়ে কাতরাচ্ছেন। তাঁর একটি হাত উড়ে গিয়েছে। শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সিঁথি থানা এলাকায় বিটি রোডে (BT Road) রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কাছে। জানা যাচ্ছে, ওই এলাকায় বেশ কয়েকটি এই ধরনের গাড়ি কাটাইয়ে কারখানা রয়েছে। এদিন সকালে এরমধ্যেই একটি কারখানায় বিস্ফোরণ হয়। এই ঘটনায় ইতিমধ্যে একজন আহত ও একজন নিহত হয়েছেন। আহত যুবক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

সূত্রের খবর এদিন সকালে একটি পুরোনোর গাড়ির তেলের ট্যাঙ্কার কাটাইয়ের কাজ করছিল সাগর ও শঙ্কর। তখনই আচমকা ভয়াবহ বিস্ফোরণ হয়। কিছুটা দূরে থাকা স্থানীয় বাসিন্দা ছুটে আসে ঘটনাস্থলে। তাঁরা এসে দেখে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কাতরাচ্ছেন এক যুবক ও গাছে ঝুলে রয়েছে অপরজন। বাসিন্দারাই এসে তাঁদের উদ্ধার করে আরজি কর মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা দুজনের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশসূত্রে জানা গিয়েছে কাটাইয়ের মেশিন দিয়ে কাজ করছিলেন দুজনে। তবে ট্যাঙ্কারেোর মধ্যে সম্ভবত কিছু তেল রয়েছে ছিল, যে কারণে ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘিরে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, এই সমস্ত কারখানাই অবৈধ। প্রশাসন জেনেও কোনও ব্যবস্থা নেয় না। ঘটনাস্থল থেকে পেট্রোল পাম্প ১০-২০ মিটার দূরেই। ফলে বড়সড় ঘটনা ঘটে যেতে পারত বলে দাবি করা হচ্ছে।