বিজেপির ধর্না, ছবি এএনআই

দিল্লি, ২১ জুলাই: ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের (TMC) শহিদ দিবস। করোনার আবহে এবারের শহিদ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি ভাষণ দেবেন। তৃণমূল কংগ্রেস যখন শহিদ দিবস নিয়ে শেষ পর্যায়ের প্রস্তুতি সারছে, সেই সময় 'গণতন্ত্র বাঁচাও, বাংলা বাঁচাও' বলে ধর্না শুরু করল বিজেপি।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) নেতৃত্বে দিল্লির রাজঘাটে শুরু হয় গণতন্ত্র বাঁচাও, বাংলা বাঁচাও ধর্না কর্মসূচি। বিজেপি (BJP) সাংসদদের নিয়েই রাজঘাটে ধর্নায় বাসেন দিলীপ ঘোষ। ভোট পরবর্তী হিংসায় মৃতদের শ্রদ্ধা জানাতেই বিজেপির তরফে ওই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: PM Modi: ''বৃষ্টির জলে পা ভেজাতে কেন অনীহা প্রধানমন্ত্রীর?'' মোদী বিরোধীদের বিরুদ্ধে তোপ তথাগতর

পশ্চিমবঙ্গে (West Bengal) বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপি কর্মী, সমর্থকদের নিশানা করা হচ্ছে বলে অভিযোগ করা হয় গেরুয়া শিবিরের তরফে। বিজেপি নেতা, কর্মীদের উপর 'অত্যাচারের প্রতিবাদেই' দিল্লিতে রাজঘাটে ধর্নায় বসেন দিলীপ ঘোষ সহ গেরুয়া শিবিরের সাংসদরা। এমনই জানানো হয় বিজেপির তরফে।