কলকাতা, ৮ নভেম্বর: বিজেপির (BJP) মিছিলে ফের ধুন্ধুমার কলকাতায়। কেন্দ্রীয় সরকার পেট্রোল, ডিজেলে যথাক্রমে ৫ এবং ১০ টাকা কমালেও, রাজ্য সরকারের তরফে কমানো হয়নি শুক্ল। তারই প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে বিক্ষোভ শুরু করে রাজ্য (West Bengal) বিজেপি।
বিজেপির সদর দফতর থেকে আজ মিছিল শুরু হয়। রানি রাসমণি রোড পর্যন্ত সেই মিছিল পৌঁছতে না পৌঁছতেই সেন্ট্রাল অ্যাভিনিউতে তা আটকে দেয় পুলিশ (Police)। পুলিশি ব্যারিকেড ভেঙে বিজেপির মিছিল এগোতে চাইলেও তা আটকে দেওয়া হয়। যা নিয়ে কার্যত ধুন্ধুমার শুরু হয়ে যায় দু পক্ষের মধ্যে।
WB BJP leaders-workers take out protest rally in Kolkata against State Govt over VAT on petrol & diesel that have still not been reduced in state
State BJP chief Sukanta Majumdar says, "We'll force CM Banerjee to reduce the VAT. Police might try to stop us but we'll fight them." pic.twitter.com/wYpgVxZiIv
— ANI (@ANI) November 8, 2021
রাজ্য সরকার বিজেপিকে ভয় পাচ্ছে বলেই এ হেন আচরণ করছে বলে মন্তব্য করেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমার। পুলিশ তাঁদের আটকাচ্ছে কিন্তু তাঁরা লড়াই করবেন বলে জানান সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, পেট্রোল, ডিজেলের উপর থেকে শুক্ল কমিয়ে দিক রাজ্য সরকার। উত্তর প্রদেশের যোগী সরকার যেভাবে চলছে, বাংলা তাকে অনুসরণ করুক বলেও মন্তব্য করতে শোনা যায় রাজ্যের বিরোধী দলনেতাকে।