কলকাতা, ১৩ সেপ্টেম্বর: বিজেপির নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত শহর কলকাতা। পাঞ্চায়েত ভোটের আগে নবান্ন অভিযান সফল করতে মরিয়া বিজেপি। তবে পুলিশের অনুমতি না থাকায়, বিজেপি কর্মী, সমর্থকরা যাতে কোনওভাবে নবান্নে পৌঁছতে না পারেন, তারজন্য তৎপর প্রশাসন। নবান্ন অভিযান শুরু হতেই এবার পুলিশ আটকায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারীর পাশাপাশি লকেট চট্টোপাধ্যায় এবং রাহুল সিনহাকেও পুলিশ আটকে দেয়।
Leader of Opposition in Bengal assembly Suvendu Adhikari detained by police during BJP's protest march to state secretariat
— Press Trust of India (@PTI_News) September 13, 2022
শুভেন্দু অধিকারীদের আটকানোর পর স্লোগান দিতে শুরু করেন রাজ্যের বিরোধী দলনেতা। এমনকী মমতা বন্দ্য়োপাধ্যায়কে 'লেডি কিম' বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্যটাকে মমতা বন্দ্যোপাধ্যায়য় দক্ষিণ কোরিয়া তৈরি করে দিয়েছেন বলেও কটাক্ষ করেন শুভেন্দু।
পুলিশ যেভাবে বিজেপির নবান্ন অভিযান আটকে দিচ্ছে, তাতে মনে হচ্ছে মমতা বন্দ্য়োপাধ্যায় ভয় পেয়েছেন বলে মন্তব্য করেন লকেট চট্টোপাধ্যায়।